ফের নির্ভয়ার ছায়া। সেই দিল্লিতেই। চলন্ত গাড়িতে এক নাবালিকাকে গণধর্ষণ করল দিল্লির তিন যুবক। শুধু তাই নয়, ধর্ষণের পর বেধড়ক মারধরও করা হয় দশম শ্রেণির ওই ছাত্রীকে।ঘটনার ভিডিও করেছে অভিযুক্ত ওই তিন যুবক। দিল্লি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা।
ঘটনাটি ঘটেছে ৬ জুলাই। বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় দশম শ্রেণির ওই ছাত্রীকে গাড়িতে ঘুরতে যাওয়ার লোভ দেখিয়ে অপহরণ করা হয়। অপহরণ করে ছাত্রীর পূর্ব পরিচিত দুই যুবক তারপরে দিল্লির মধ্যেই ঘোরাফেরা করছিল দু’জন। সেই সময় ফোন করে তৃতীয় অভিযুক্তকে ডাকা হয়।
সেই গাড়ি নিয়ে এসে সকলকে তুলে নেয়। জোর করে ওই নাবালিকাকে মাদক খাইয়ে দেওয়া হয়। তারপরেই নাবালিকাকে ধর্ষণকরা হয়।
পুলিশ জানিয়েছে, গাড়ি চলাকালীন ধর্ষণের ঘটনা হয়েছে বলে সিসিটিভিতে ধরা পড়েনি। স্থানীয় মানুষজনও টের পাননি। জানা গিয়েছে, দিল্লির বসন্ত বিহার থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার গাড়ি চালিয়ে ঘুরেছিল তিন অভিযুক্ত। আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ওই নাবালিকাকে।
ঘটনায় দু’দিন হাসপাতালে থাকলেও নাবালিকার খোঁজ পায়নি বাড়ির লোকজন। পরে হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। নাবালিকার বয়ানের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মহম্মদ আরিফ (২৩), মনোজ কুমার (২৫) ও রূপেশ কুমার(৩৫)।
দিল্লি পুলিশ জানিয়েছে, ‘৮ জুলাই ভোর চারটে নাগাদ হাসপাতাল থেকে থানায় ফোন করা হয়। সেখানে কাউন্সেলরের সঙ্গে কথা বলতে গিয়েই গোটা ঘটনার বর্ণনা দেয় নাবালিকা।