দিল্লি, ১ এপ্রিল – ১ এপ্রিল থেকে শুরু নতুন আর্থিক বর্ষ। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নয়া নিয়ম সোমবার থেকে চালু হয়েছে। দি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি স্বয়ংক্রিয় ট্রান্সফার সিস্টেম চালু করেছে। যার ফলে যে কারও প্রভিডেন্ট ফান্ড ব্যালান্স স্বয়ংক্রিয়ভাবে তাঁর অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। গত বাজেটে ঘোষিত নয়া আয়কর যুগসহ বেশ কিছু বিধি সোমবার থেকে চালু হল। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে দৌড়াদৌড়ির শেষ হতে চলেছে।
নতুন করবিধির কথা অনেকদিন আগেই চালু হয়েছিল। এদিন থেকে নতুন করবিধি দেশে ডিফল্ট অপশন হিসেবে কার্যকর হতে চলেছে। অর্থাৎ কর প্রদান অথবা রিটার্ন দাখিলের সময় যতক্ষণ না পুরনো করবিধি বেছে নেওয়া হচ্ছে, ততক্ষণ আয়করের নতুন নীতিতে স্বয়ংক্রিয়ভাবে হিসেব-নিকেশ হয়ে যাবে। যদিও কর কাঠামোয় কোনও পরিবর্তন হচ্ছে না অর্থবর্ষ ২০২৪-২৫ (কর বর্ষ ২০২৫-২৬)-এ। অর্থাৎ, কারও বার্ষিক আয় যদি ৭ লক্ষ টাকা কিংবা তার কম হয়, তাহলে তাঁকে নতুন বিধিতে কোনও কর দিতে হবে না।
নতুন অর্থবর্ষে ন্যাশনাল পেনশন স্কিম, ইপিএফও, আয়কর ছাড়াও বেশ কিছু আর্থিক নিয়মে বদল আনা হয়েছে। এগুলো জেনে রাখলে বিধিভঙ্গের মতো সমস্যা এড়ানো সম্ভব হবে।
এখন থেকে চাকরি বদলের পর পিএফের টাকা পাওয়াও অনেক সহজ হয়ে যাবে। পিএফ সংস্থা অটোমেটিক ট্রান্সফার সিস্টেম চালু করেছে ব্যালান্স টাকা ফেরতের জন্য। অর্থাৎ একটি চাকরি ছেড়ে অন্যটিতে যোগ দেওয়ার পর পিএফের টাকা ট্রান্সফারের জন্য আবেদন আর ঘোরাঘুরির দিন শেষ। পিএফ সংস্থা ব্যালান্স টাকা নতুন সংস্থার অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেবে। এর ফলে অবসরের পর যে পুঁজির উপর নির্ভরশীল থাকতে হয়, তাতে কোনও বাধা আসবে না। এটা কর্মচারীদের জন্য এক বড় প্রাপ্তি।