১৭ অক্টোবর শপথ হরিয়ানার মুখ্যমন্ত্রীর, থাকবেন মোদী

হরিয়ানায় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের তারিখ চূড়ান্ত হল। ১৭ অক্টোবর, বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি দ্বিতীয়বারের জন্য হরিয়ানার শপথ নেবেন। শপথ অনুষ্ঠান সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, পঞ্চকুলার প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান হবে।

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে পঞ্চকুলায়। শুক্রবার, বিজেপি নেতা সঞ্জয় ভাটিয়া প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রস্তুতির পর্যালোচনা করেছেন। বিজেপি হাইকমান্ড প্রস্তুতির দায়িত্ব সঞ্জয়কে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।

সাইনির নেতৃত্বে জয়


২০২৪ সালের মার্চ মাসে নয়াব সিং সাইনিকে বিজেপি মুখ্যমন্ত্রীর পদ দিয়েছিল। সাইনির নেতৃত্বে দল রাজ্যে চমকে দেওয়া ফোল করেছে। সাড়ে নয় বছর মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর মনোহর লাল খট্টরকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি ৯০টি আসনের মধ্যে ৪৮টি আসন জিতেছে। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো  বিধানসভা নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস।  এই নির্বাচনে ভালো ফলে আশা করেছিল কংগ্রেস। কিন্ত ভালো পারফরম্যান্স এর বদলে হরিয়ানায় কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের।

এই বিধায়করা মন্ত্রিসভায় যোগ দিতে পারেন

মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নেবেন ১৭ তারিখ। এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে দলের সিনিয়র নেতা অনিল ভিজ (আম্বালা ক্যান্ট), হরবিন্দর কল্যাণ (ঘরাউন্ডা), অরবিন্দ কুমার শর্মা (গোহানা), শ্যাম সিং রানা (রাদৌর), বিপুল গোয়াল (ফরিদাবাদ), জগমোহন আনন্দ (কর্ণাল), কৃষ্ণ লাল মিদ্দা (জিন্দ), নিখিল মদন (সোনিপাত) এবং ঘনশ্যাম দাস (যমুনানগর) মন্ত্রিসভার দৌড়ে রয়েছেন।