• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত সময়ে নয়াদিল্লিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ

আগামী এক সপ্তাহের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইল চিত্র

ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত সময়ে নয়াদিল্লিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার দু’দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হল। রেল সূত্রে খবর, সোমবার থেকে বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ থাকবে।

রেলস্টেশনে ভিড় নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ভিড় পরিচালনার দৃষ্টিকোণ থেকে, আগামী এক সপ্তাহের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রবিবার রেল মন্ত্রক গঠিত দুই সদস্যের কমিটি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা।

রেলওয়ে স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে পরিদর্শন করা হয়েছিল। সেই প্ল্যাটফর্মেই প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল, যার ফলে যাত্রীদের ঢল নেমেছিল। স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানীতে ওঠার জন্য অপেক্ষরত ব্যক্তিরা এই প্ল্যাটফর্মের পাশাপাশি ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মেও উপস্থিত ছিলেন।

শনিবার মহাকুম্ভের ভিড়ের মধ্যে রাত ৯টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে গড়ে ৭০০০ সাধারণ ক্লাসের টিকিট বিক্রি হয়। ঘটনার দিন অবশ্য ওই সময়ের মধ্যে ৯ হাজার ৬০০-র বেশি সাধারণ ক্লাসের টিকিট বুক করা হয়েছিল।