• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

যোগীরাজ্যে নিট পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই শিক্ষক

নিট পরীক্ষার্থীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ! অভিযুক্ত একটি নামকরা কোচিং সেন্টার দুই শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর প্রদেশের।

নিট পরীক্ষার্থীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ! অভিযুক্ত একটি নামকরা কোচিং সেন্টার দুই শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর প্রদেশের। নির্যাতিতার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ, কোচিং সেন্টারের এক শিক্ষক ওই ছাত্রীকে নেশাগ্রস্ত করে ধর্ষণ করেন। মেয়েটিকে হুমকিও দেন ওই শিক্ষক। এক বছর আগে নিটের কোচিংয়ের জন্য কানপুরে আসা মেয়েটি। একটি কোচিং সেন্টারের শিক্ষক সাহিল সিদ্দিকী এবং বিকাশ পোরওয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি।

নির্যাতিতা জানিয়েছেন, এক বছর আগে নিটের প্রস্তুতি নিতে কানপুরে এসেছিলেন। কোচিং সেন্টারের শিক্ষক সাহিল সিদ্দিকীর সঙ্গে দেখা করেন রিনি। ওই ছাত্রীর অভিযোগ, সাহিল তাকে নিউ ইয়ার পার্টির নামে একটি ফ্ল্যাটে ডেকে নেশা করায়। নেশাগ্রস্ত অবস্থায় সাহিল সিদ্দিকী তাঁকে ধর্ষণ করে এবং আপত্তিকর ভিডিও তোলে।

ছাত্রীর কথায়, পরদিন সকালে কোনও ক্রমে বাড়ি পৌঁছয়। এরপর সাহিল সিদ্দিকী তাঁকে ছবি ও ভিডিও-র নাম করে ব্ল্যাকমেল করতে থাকে এবং একাধিকবার ধর্ষণ করে। ঘটনার সময় তিনি নাবালিকা ছিলাম, খুব ভয়ও পেয়েছিলাম। হোলিতে বাড়িতে গিয়েছিলাম কিন্তু সাহিল স্যার হুমকি দিয়ে ডেকে পাঠিয়েছিল। এরপর হোলি পার্টিতে আরেক শিক্ষক বিকাশ পোরওয়ালও আমাকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করেন।

ছাত্রীর অভিযোগ, সাহিল তাঁকে হুমকি দিত এবং ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি। এক মাস আগে এক ছাত্রীর সঙ্গে সাহিলের অশ্লীল ভিডিও ভাইরাল হয়। এরপর মেয়েটি সাহস করে অভিযোগ জানায়। ওই ঘটনার পর সাহিলকে গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ। কিন্তু ছাত্রী অভিযোগ না করায় সাহিল ছাড়া পেয়ে যায়।

কোচিং-এর শিক্ষার্থীরা সেই সময় সাহিলের সমর্থনে ব্যাপক আন্দোলন করেছিল। এই ঘটনায় এসিপি অভিষেক পান্ডে জানিয়েছেন, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।