বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে অমিতের ছবি, পাল্টা বিপদে বিজেপিই

দিল্লি, ২১ জুন– নিটে এবার বিপদে বিজেপিই৷ একদিন আগেই নিটের অন্যতম অভিযুক্ত সিকন্দরপ্রসাদ যাদবেন্দুর সঙ্গে তেজস্বীর নাম জড়িয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বিহারের আরেক উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা৷ তাঁর দাবি ছিল, পাটনায় অভিযুক্ত সিকন্দরপ্রসাদ যাদবেন্দুর থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তেজস্বীর সহকারী৷ সেই অভিযোগ ওঠার পরদিনই পালটা এল আরজেডির তরফে৷ নিজেদের নিট কেলেঙ্কারি থেকে বাঁচাতে এবার আরজেডির তরফে পালটা প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড অমিত আনন্দের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ছবি প্রকাশ্যে আনা হল৷ তেজস্বীর দলের দাবি, নিটে অভিযুক্ত অমিতকে অতীতে সংবর্ধনাও দিয়েছেন প্রভাবশালী মন্ত্রীরা৷ সেই ছবি এখন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷
দিন দুই আগেই নিট কেলেঙ্কারিতে বিস্ফোরক স্বীকারোক্তি করেন মামলায় গ্রেপ্তার হওয়া ‘মাস্টারমাইন্ড’ অমিত আনন্দ৷ বলেন, নিটের একেকটা প্রশ্নপত্র বিক্রি হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকায়! পাটনার বাসিন্দা অমিত প্রশ্নফাঁস মামলায় বিহার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অমিত পুলিশের কাছে স্বীকার করেছেন পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র তাঁর হাতে এসেছিল৷
আরজেডির দাবি, এই অমিত আনন্দের সঙ্গে বিহার সরকারের মন্ত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল৷ এমনকী অমিতকে অতীতে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সংবর্ধনাও দিয়েছেন৷ এদিন আরজেডির তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট অমিত এবং সম্রাট চৌধুরীর একটি ছবি পোস্ট করেছেন৷ আরজেডি বলছে, ‘নিট কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে৷ অভিযুক্তকে সংবর্ধনা দেওয়ার সেই ছবি সরিয়েও দিয়েছেন৷”
এদিকে শুক্রবারও নিটের কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট৷ এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নতুন করে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত৷ নিট বাতিলের দাবিতে নতুন যে মামলাগুলি হয়েছে, সেগুলিও আগের মামলাগুলির সঙ্গে শোনা হবে৷ শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই৷