• facebook
  • twitter
Friday, 20 September, 2024

প্রকৃতির রানী নায়াগ্রা ফলস

অজিতকৃষ্ণ দে কানাডায় নায়াগ্রা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি৷ নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না৷ মাথার উপর সূর্য৷ দুদিক দিয়ে জল নামছে শব্দ করে৷ সেই সময় পরম উল্লাসে ভ্রমনার্থীরা তৃপ্তি অনুভব করে৷ কানাডায় blow Horner boat এ চেপে মাঝামাঝি ফলসের কাছে গেলে মন হবে শীতল৷ সারা শরীর জলের ঝর্নাধারায় ভাসিয়ে দেবে৷ নায়াগ্রা

অজিতকৃষ্ণ দে
কানাডায় নায়াগ্রা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি৷ নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না৷ মাথার উপর সূর্য৷ দুদিক দিয়ে জল নামছে শব্দ করে৷ সেই সময় পরম উল্লাসে ভ্রমনার্থীরা তৃপ্তি অনুভব করে৷ কানাডায় blow Horner boat এ চেপে মাঝামাঝি ফলসের কাছে গেলে মন হবে শীতল৷ সারা শরীর জলের ঝর্নাধারায় ভাসিয়ে দেবে৷ নায়াগ্রা ফলসের একদিকে যেমন কানাডা আর একদিকে আমেরিকার বাফেলো শহর নিউইয়র্কের দিকে পডে়৷ তবে কানাডার দিক থেকে নায়াগ্রা ফল্স বেশী উপভোগ্য৷ তার কারণ লেখক দু দিক দিয়েই নায়াগ্রা ফলস উপভোগ করার সৌভাগ্য লাভ করেছিল৷ আমেরিকার দিক থেকে maid of the mist boat ছাডে়৷ সেই boat এ ও প্রচুর tourist দের সমাগম হয়৷ তারপর দুটো boat ফলসের মাঝামাঝি মিলিত হয়৷ মাঝামাঝি জায়গায় জলের ধারায় tourist রা ভিজে একাকার হয়ে যায়৷ এ দৃশ্য আনন্দের এবং উপভোগের৷
এছাড়া journey behind the falls থেকেও নায়াগ্রার জলের ধারা উপভোগ করা যায়৷রা জন্য আলাদা করে টিকিট কাটতে হয়৷ ভারতীয় মুদ্রায় ৩৯৫০ টাকা মাথা পিছু৷ নায়াগ্রার কাছাকাছি প্রচুর হোটেল আছে৷ সেখান থেকেও নায়াগ্রার শোভা অবলোকন করা যেতে পারে৷ আমেরিকার দিক থেকে ফলসকে কিছুটা ঘোড়ার খুরের মতো দেখায়৷ এইজন্য এই ফলসকে হর্ষসু ফলস বলে৷
নায়াগ্রা ফলসের উচ্চতা ১৬৭ ফুট৷ লোকেশন লোকাল সীমান্ত ‘অন্টারিও’ (কানাডা) এবং নিউইয়র্ক (ইউ.এস.এ) ফলস ওপর থেকে অর্থাৎ ফলস থেকে জল নেমে এসে মিলে যায় নায়াগ্রা নদীতে৷ average flow rate 85,000 cu.fts. Falls are located 17 miles (27km)north -northwest of buffalo,New York and 75 miles(121km)south southwest of Toronto,Canada between two cities of niagra falls .newyork.
কানাডা বিশ্বের মানচিত্রে উত্তর আমেরিকায় পডে়৷ আদম সুমারী অনুযায়ী বর্তমান লোকসংখ্যা ৩ কোটি ৭০ হাজার৷ এখানে বছরে প্রায় আটমাস ঠান্ডা৷ বর্তমানে কানাডায় স্নো পড়ছে৷ প্রায় মাইনাস ১৭ ডিগ্রী সেলসিয়াস চলছে৷