দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রীর আসনে নয়াব সিং সাইনি, উপস্থিত মোদী-শাহ-রাজনাথ 

দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির নয়াব সিং সাইনি। বৃহস্পতিবার হরিয়ানার পঞ্চকুলার দশেরা ময়দানে তাঁকে শপথবাক্য পাঠ করান হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। হরিয়ানায় এই নিয়ে পরপর তিনবার সরকার গঠন করল বিজেপি। সেই কারণে বৃহস্পতিবার দশেরা ময়দানে বসেছিল গেরুয়া শিবিরের চাঁদের হাট। সাইনির শপথ উপলক্ষে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সড়ক পরিবহণমন্ত্রী  নিতিন গড়করি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ।
একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বুধবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বসে। সেই বৈঠকে পৌরোহিত্য করেন অমিত শাহ। উপস্থিত ছিলেন  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও। ওই বৈঠকেই সর্বসম্মত ভাবে বিজেপির বিধায়কদলের নেতা নির্বাচিত হয়েছিলেন সাইনি।
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির সংখ্যা ৪৮। তাদের মূল প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে ৩৭টি আসনে। গত জুনে লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর হরিয়ানার বিধানসভা নির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত কংগ্রেসের উপর অনেকেই ভরসা রেখেছিলেন। যদিও শেষ হাসি হেসেছে গেরুয়া শিবির।
হরিয়ানায় পরপর তিনবার সরকার গঠন করল বিজেপি। ২০১৪ সালে তারা একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতা দখল করে।  ২০১৯-এ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জেজেপি-র সঙ্গে জোট সরকার তৈরী করে। এবার আবার একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি।
পঞ্চকুলা স্টেডিয়ামে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র কাছে বৃহস্পতিবার সাইনি ছাড়াও শপথবাক্য পাঠ করেন বিজেপির মন্ত্রীরা। ছিলেন প্রায় ৫০ হাজার দর্শক এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা। শপথ নেওয়ার আগে এদিন সকাল থেকেই চণ্ডীগড়ে ছিল সাজসাজ রব। মুখ্যমন্ত্রী সাইনির সঙ্গে এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন ইসরানার বিধায়ক কৃষাণলাল পানওয়ার, বাদশাহপুরের বিধায়ক রাও নরবীর সিং, অরবিন্দ শর্মা, বিজেপি বিধায়ক অনিল ভিজ, মহীপাল ঢন্ডা। রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রুতি চৌধুরি, শ্যাম সিং রানা, বিপুল গোয়েল। এছাড়াও রাজেশ নগর, আরতি সিং রাও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা , গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।