ভুবনেশ্বর, ৫ জুন – দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক।বিধানসভা নির্বাচনে বিজু জনতা দলের পরাজয় হয়েছে। তাই মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর রীতি মেনে বুধবারই ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের হাতে পদত্যাগপত্র তুলে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
টানা পাঁচবার ওড়িশার মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন ছিলেন নবীন পট্টনায়েক। ফের ক্ষমতায় আসলে নবীন পট্টনায়েক দেশের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড ভাঙতেন তিনি । আপাতত সেই স্থান পবন চামলিংয়ের দখলে। পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ২৪ বছর ১৬৫ দিন। আর নবীন ওই পদে ছিলেন ২৪ বছর ৮৮ দিন। ফলে রেকর্ড আর ভাঙা হল না তাঁর। বুধবার সকাল সাড়ে ১১টায় নিজের বাসভবন থেকে বেরিয়ে রাজভবনে যান নবীন পট্টনায়েক। এরপর রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন।
১৯৯৮ সাল থেকে নবীনের শাসনকালের শুরু। ওড়িশার আগের মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের পর ওড়িশার রাজনীতিতে প্রবেশ ঘটে নবীন পট্টনায়েকের। বিজেডি দলের নামকরণও হয়েছে তাঁর বাবার নামেই। ১৯৯৭ সালে লোকসভা উপনির্বাচনে জয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক জীবনের শুরু নবীনের। আস্কায় বাবার আসনে দাঁড়ান তিনি। এরপর ২০০০ সালে ওড়িশায় বিধানসভা নির্বাচনে সাফল্য পায় বিজেডি। বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করে। এই সরকারে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন নবীন। তারপর থেকে তিনিই দেশে সবথেকে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর থাকার নিরিখে দ্বিতীয় স্থানে ছিলেন।
গত দীর্ঘ ২৪ বছরের রাজত্বে নবীন পট্টনায়েক ওড়িশাকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছেন। কিন্তু বিজেপির কাছে হারের ফলে মঙ্গলবার সেই শাসনের অবসান ঘটল।
নবীনের ইস্তফার পর থেকেই জল্পনা শুরু হয়েছে ভুবনেশ্বরের মসনদে এবার কে বসবেন তা নিয়ে। বিজেপি শিবিরে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আদিবাসী মুখ জুয়াল ওরাম, বিজেপির মুখপাত্র তথা সদ্য নির্বাচিত সাংসদ সম্বিত পাত্র। দলের জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে এদের মধ্যে লড়াইয়ে কিছুটা এগিয়ে জয় পাণ্ডা এবং ধর্মেন্দ্র। শোনা যাচ্ছে অচেনা কোনও মুখও বাছাই করা হতে পারে। যদিও সবটাই এখনও জল্পনার স্তরে।
দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হয়। ৪ জুন, মঙ্গলবার লোকসভার পাশাপাশি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলও বেরোয়। ওড়িশা বিধানসভায় মোট আসন সংখ্যা ১৪৭টি। এর মধ্যে বিজেপি ৭৮ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিজেডি জিতেছে ৫১ টিতে। ম্যাজিক ফিগার ৭৪ এর অনেক আগেই থেমে যায় বিজেডি। ১৪ টি আসন পেয়েছে কংগ্রেস। শুধু বিধানসভা নির্বাচনেই নয়, লোকসভা নির্বাচনেও ওড়িশার জনাদেশ গেরুয়া শিবিরের পক্ষেই গেছে। রাজ্যের ২১ টি আসনের মধ্যে ২০ টিতেই জয়ী হয়েছে বিজেপি। বাকি একটি আসনে জিতেছে কংগ্রেস।