• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আমদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী, গুজরাতে হল ৯৩ কেন্দ্রে ভোট 

ভদোদারা, ৫ ডিসেম্বর– গুজরাতে সোমবার দ্বিতীয় তথা শেষ দফায় ৯৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট হয় ১ ডিসেম্বর। সোমবার ভিভিআইপি ভোটারের তালিকায় শীর্ষে হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সকাল-সকলই আমদাবাদের একটি বুথে নিজের ভোট দিতে যান মোদি। ভোট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রী আহমেদাবাদ শহরের রানীপ এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দেন। আর

ভদোদারা, ৫ ডিসেম্বর– গুজরাতে সোমবার দ্বিতীয় তথা শেষ দফায় ৯৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট হয় ১ ডিসেম্বর। সোমবার ভিভিআইপি ভোটারের তালিকায় শীর্ষে হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সকাল-সকলই আমদাবাদের একটি বুথে নিজের ভোট দিতে যান মোদি। ভোট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রী আহমেদাবাদ শহরের রানীপ এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সাংসদ অমিত শাহ ভোট দেন নারাণপুরা এলাকার পুরসভার অফিসে তৈরি বুথে।

দ্বিতীয় দফায় ১৪ জেলার যে ৯৩ আসন ভোট নেওয়া হচ্ছে যেগুলিতে ৬১টি রাজনৈতিক দলের ৮৩৩ জন প্রার্থী রয়েছেন। দ্বিতীয় দফাতেও লড়াই মূলত বিজেপি, কংগ্রেস ও আপের।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গত সাড়ে আট বছর দিল্লিতে থাকলেও ভোটার হিসাবে ঠিকানা বদল করেননি। কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রপতি-সহ সাংবিধানিক পদাধিকারীরা চাইলে দিল্লিতে ভোট দিতে পারেন। কিন্তু ভোটদানের ক্ষেত্রে নরেন্দ্র মোদি, অমিত শাহরা গুজরাতের সঙ্গে যোগসূত্র ছিন্ন করেননি।