সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকারে পালাবদল ঘটেছে। পাঁচ বছরের জগন্মোহন সরকারকে গদিচ্যুত করে ফের অন্ধ্রের মসনদে বসেছেন চন্দ্রবাবু। বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। তবে নতুন সরকার গঠনের আগেই তাঁর দলের নেতার খুনের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।
অমরাবতী, ১১ জুন – ভোট মিটতেই টিডিপি নেতা খুন অন্ধ্রপ্রদেশে। অভিযোগ, নিহত নেতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী। টিডিপি সমর্থকদের দাবি, অভিযুক্তরা জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি-র কর্মী। আরও অভিযোগ, শুধু কুড়ুল নয়, ছুরি দিয়েও আঘাত করা হয় টিডিপি নেতাকে। শেষ পাওয়া খবরে জানা গেছে, এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির
সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকারে পালাবদল ঘটেছে। পাঁচ বছরের জগন্মোহন সরকারকে গদিচ্যুত করে ফের অন্ধ্রের মসনদে বসেছেন চন্দ্রবাবু। বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। তবে নতুন সরকার গঠনের আগেই তাঁর দলের নেতার খুনের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।
© 2024 - All rights reserved.