এশিয়ার সবচেয়ে ধনী শহর মুম্বাই, ফের টেক্কা চিনকে
এশিয়ার সবচেয়ে ধনী শহর হিসেবে গণ্য হল মুম্বাই। হুরুন রিসার্চ ইনস্টিটিউট সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনৈতিক রাজধানী আগেই ছিল মুম্বাই। এবার এশিয়ার ‘বিলিয়নেয়ারদের রাজধানী’ হল ভারতের এই্ বাণিজ্য নগরী। সংখ্যার হিসেবে সাম্প্রতিক কালে ৫৮ জন বিলিয়নেয়ার বেড়েছে মুম্বাইয়ে। শতাংশের বিচারে ভারতে বিলিয়নেয়ার বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। অন্যদিকে চিনে বিলিয়নেয়ার ২৫ শতাংশ কমেছে বলে হুরুনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।