• facebook
  • twitter
Monday, 16 September, 2024

এশিয়ার স‍বচেয়ে ধনী শহর মুম্বাই, ফের টেক্কা চিনকে

এশিয়ার স‍বচেয়ে ধনী শহর হিসে‍বে গণ্য হল মুম্বাই। হুরুন রিসার্চ ইনস্টিটিউট সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনৈতিক রাজধানী আগেই ছিল মুম্বাই। এবার এশিয়ার ‘বিলিয়নেয়ারদের রাজধানী’ হল ভারতের এই্‌ বাণিজ্য নগরী। সংখ্যার হিসে‍বে সাম্প্রতিক কালে ৫৮ জন বিলিয়নেয়ার বেড়েছে মুম্বাইয়ে। শতাংশের ‍বিচারে ভারতে ‍‍বিলিয়নেয়ার বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। অন্যদিকে চিনে ‍বিলিয়নেয়ার ২৫ শতাংশ কমেছে বলে হুরুনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এশিয়ার স‍বচেয়ে ধনী শহর হিসে‍বে গণ্য হল মুম্বাই। হুরুন রিসার্চ ইনস্টিটিউট সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনৈতিক রাজধানী আগেই ছিল মুম্বাই। এবার এশিয়ার ‘বিলিয়নেয়ারদের রাজধানী’ হল ভারতের এই্‌ বাণিজ্য নগরী। সংখ্যার হিসে‍বে সাম্প্রতিক কালে ৫৮ জন বিলিয়নেয়ার বেড়েছে মুম্বাইয়ে। শতাংশের ‍বিচারে ভারতে ‍‍বিলিয়নেয়ার বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। অন্যদিকে চিনে ‍বিলিয়নেয়ার ২৫ শতাংশ কমেছে বলে হুরুনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
 
ভআরতীয় নৌ‍বাহিনীতে আইএনএস অরিঘাত–এর সংযোজন চাপে ফেলে দিয়েছে চিনকে। এর পর আ‍বার চিনকে পিছনে ফেলে দিল ভারত। বেজিংকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী শহর হিসে‍বে গণ্য হল মুম্বাই। হুরুন রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। বেজিংয়ের জনসংখ্যা মুম্বইয়ের থেকে অনেকটা বেশি হলেও ধনকুবেরদের তালিকায় ‍বেজিংকে হারিয়ে দিল বাণিজ্য নগরী।
হুরুন সংস্থার প্রধান গ‍বেষক আনাস রহমান জুনায়েদ জানিয়েছেন, এই মুহূর্তে দেশে ৩৩৪ জন বিলিয়নিয়ার আছেন, যার ২৫ শতাংশই মুম্বাইয়ের। এরপর তালিকায় রয়েছে দিল্লি, এখানে বিলিয়নেয়ার বেড়েছে ১৮ জন। তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। সেই শহরে নতুন বিলিয়নিয়ারের সংখ্যা ১৭। এরপর একে একে রয়েছে চেন্নাই ৮২, কলকাতা ৬৯, আহমেদাবাদ ৬৭, পুনে ৫৩, সুরাত ২৮ এবং গুরুগ্রাম ২৩।