• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রেকর্ড বৃষ্টিতে বন্ধ মুম্বইয়ের লাইফলাইন

রাস্তায় ভাসছে গাড়ি, থমকে ট্রেন পরিষেবা মুম্বই, ৮ জুলাই-– প্রকৃতির তাণ্ডবে স্তব্ধ বানিজ্য নগরী মুম্বই৷ তীব্র গরমের পর এবার আকাশ ভেঙে বৃষ্টি৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে কার্যত জলের নিচে বাণিজ্য নগরী মুম্বই৷ বৃষ্টির দাপটে সপ্তাহের প্রথম দিনেই ঘরবন্দি জনজীবন৷ বৃষ্টিতে এমনই অবস্থা যে, জলের নিচে চলে গিয়েছে কার্যত গোটা শহর৷ রাস্তায় ভেসে যাচ্ছে গাড়ি,

রাস্তায় ভাসছে গাড়ি, থমকে ট্রেন পরিষেবা
মুম্বই, ৮ জুলাই-– প্রকৃতির তাণ্ডবে স্তব্ধ বানিজ্য নগরী মুম্বই৷ তীব্র গরমের পর এবার আকাশ ভেঙে বৃষ্টি৷ গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে কার্যত জলের নিচে বাণিজ্য নগরী মুম্বই৷ বৃষ্টির দাপটে সপ্তাহের প্রথম দিনেই ঘরবন্দি জনজীবন৷ বৃষ্টিতে এমনই অবস্থা যে, জলের নিচে চলে গিয়েছে কার্যত গোটা শহর৷ রাস্তায় ভেসে যাচ্ছে গাড়ি, লাইনে জল জমে যাওয়ায় বন্ধ ট্রেন চলাচল৷ পরিস্থিতি বেগতিক বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ৷
আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, রাত্রি ১টা থেকে সকাল ৭টা মাত্র ৬ ঘন্টায় মহারাষ্ট্র ও মুম্বইয়ের একাধিক জায়গায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ এবং গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৩১৫ মিলিমিটার৷ যা রেকর্ড বৃষ্টিপাত হিসেবে দাবি করা হচ্ছে৷ থানে, পালঘর এবং কঙ্কণ এলাকায় আজও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর৷ জলবন্দী মুম্বইয়ের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বেরিয়ে বিপাকে জনজীবন৷ কোথাও হাঁটু সমান জল তো কোথাও কোমর সমান জল৷ দীর্ঘ ট্র্যাফিক জ্যামে থমকে গিয়েছে গোটা শহর৷
মুম্বই শহরের লাইফ লাইন হিসেবে ধরা হয় লোকাল ট্রেনকে৷ সেখানেও বেহাল অবস্থা৷ জানা যাচ্ছে, ওর্লি, বানতারা ভবন, কুর্লা ইস্ট, কিং সার্কেল এলাকা, দাদর, বিদ্যাবিহার এলাকায় জলের নিচে চলে গিয়েছে রেল ট্র্যাক৷ ফলে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন পরিষেবা৷ যাত্রায় ট্র্যাফিক জ্যামের জেরে এখানকার বেশিরভাগ মানুষই ব্যক্তিগত গাড়ির চেয়ে ট্রেন যাত্রাকেই বেশি গুরুত্ব দেন৷ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যা আরও গুরুতর আকার নিয়েছে৷ পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে সব সরকারি, বেসরকারি স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে সরকার৷
এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্তত ঘণ্টা দুয়েকের জন্য যদি বৃষ্টি বন্ধ হত তাহলেও জল নামানোর চেষ্টা করা যেত৷ কিন্ত্ত টানা বৃষ্টিতে তা সম্ভব নয়৷ এদিকে হাওয়া অফিস আগেই বলেছে, সোমবার দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে মুম্বইয়ে৷ ফলে দুর্ভোগের ছবিটা বদলের কোনও সম্ভাবনা নেই৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, মহারাষ্ট্রের পালঘর, রায়গড়, রত্নাগিরি, কোলহাপুর, সাংলি, সাতারা ঘাটকোপার, কুর্লা এবং সিন্ধুদূর্গে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এই সব জায়গায় জলের নিচে চলে গিয়েছে ঘরবাড়ি৷ উদ্ধারকার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷