• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘ফিল্ম অভি বাকি হয় কেজরিওয়ালজী’, লিখে বন্দি সুকেশ দিতে চাইছেন আপ প্রধানের বললেন প্রমাণ

দিল্লি, ২৩ মার্চ– বৃহস্পতিবার আবগারি দূর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে৷ বর্তমানে তিনি ৬ দিনের জন্য ইডি হেফাজতে৷ তাঁকে আবগারি দূর্নীতির কিংপিন বলেই দাবি করেছে ইডি৷ কেজরি ফের হেফাজতে নিতে হলে এই ৬ দিনের মধ্যেই কেজরির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে ইডিকে৷ এরই মধ্যে জেলে থাকা আরেক কয়েদি এগিয়ে এসেছে ইডির সাহায্যে৷

দিল্লি, ২৩ মার্চ– বৃহস্পতিবার আবগারি দূর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে৷ বর্তমানে তিনি ৬ দিনের জন্য ইডি হেফাজতে৷ তাঁকে আবগারি দূর্নীতির কিংপিন বলেই দাবি করেছে ইডি৷ কেজরি ফের হেফাজতে নিতে হলে এই ৬ দিনের মধ্যেই কেজরির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে ইডিকে৷ এরই মধ্যে জেলে থাকা আরেক কয়েদি এগিয়ে এসেছে ইডির সাহায্যে৷ একসময় তার জেলযাত্রা নিয়েও গোটা দেশে সোরগোল ফেলে দিয়েছিল৷ আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রীর জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে খবরে এসেছিলেন প্রতারক সুকেশ চন্দ্রশেখর৷ সেই সুকেশ জানালেন, কেজরির হাটে হাঁড়ি ভাঙতে চাইছেন তিনি৷ অর্থাৎ তাঁর কাছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ আছে৷ সেই প্রমাণের জোরে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী এবং তাঁর দুর্নীতির বিরুদ্ধে সাক্ষীও হতে পারেন!
সুকেশ এখন দিল্লির তিহাড় জেলে বন্দি৷ প্রায় ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত তিনি৷ বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ছাড়াও সুকেশের সঙ্গে নাম জডি়য়েছে বলিউডের আরও অভিনেত্রীর৷ এ হেন সুকেশের দাবি, ‘কেজরীর দুর্নীতির হাঁডি় এ বার হাটে সর্বসমক্ষে ভাঙবে৷’
সুকেশ এ ব্যাপারে একটি প্রেস বিবৃতি জারি করে লিখেছেন, কেজরিওয়ালই হলেন দিল্লির আবগারি দুর্নীতির মূলচক্রী৷ এমনকি, সুকেশ এ-ও লিখেছেন যে, সম্প্রতি এই একই মামলায় গ্রেফতার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে তিহাডে় বিলাসবহুল ভাবে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন কেজরি৷ তাঁর দাবি, তিনি যে প্রমাণ দেবেন, তাতে দিল্লির মুখ্যমন্ত্রী এবং দুর্নীতিতে তাঁর সহযোগীদের এক অন্য রূপ দেখতে পাবেন সবাই৷ যদিও তার কাছে থাকে প্রমাণটি আসলে কি তা খোলসা করে বলতে চাননি সুকেশ৷
বিবৃতির শেষাংশে সুকেশ ফিল্মি ঢঙে লিখেছেন, ‘‘ফিল্ম অভি বাকি হ্যায়, প্রিয় কেজরিওয়ালজি৷ আপনি যতই চেষ্টা করুন না কেন, এখন খেল খতম৷ ক্লাইম্যাক্স এসে গিয়েছে৷ আপনার সমস্ত সাজানো কথা, আর নাটক এ বার শেষ৷ এ বার তিহাডে় নিজের ভাই-বোনেদের কাছে চলে আসুন৷’’
তবে সুকেশ যে হেতু এক জন প্রতারক, তাই তাঁর এই প্রেসবিবৃতিকে এবং কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষী দেওয়াকে কতটা বিশ্বাসযোগ্য মনে করা হবে তা নিয়ে ধন্ধে তদন্তকারীরা৷