আগ্রায় তাজমহল পরিদর্শনে গেলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ও তাঁর স্ত্রী সাজিদ মহম্মদ। পূর্বনির্ধারিত কর্মসূচিমাফিক মঙ্গলবার সকালে মুইজ্জু মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই স্মৃতিসৌধ দেখতে আগ্রায় পৌঁছন। এদিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজমহলের দরজা। বিদেশ মন্ত্রক প্রেসিডেন্ট মুইজ্জুর তাজমহল সফরের বিষয়টি জানিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। সেইমতো এদিন এএসআই তাজমহলের সব বুকিং কাউন্টার ও দরজা বন্ধ রাখে। আগ্রা সার্কেলের সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট রাজ কুমার প্যাটেল আগেই জানিয়ে দেন, ‘মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু এবং ফার্স্ট লেডি সাজিদা মহম্মদের সফরের জন্য তাজমহল সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।’ তিনি আরও জানান,’স্মৃতিসৌধ বন্ধ করার আগে দুই ঘন্টার জন্য বুকিং অফিসগুলি জনসাধারণের জন্য বন্ধ থাকবে।’
আগ্রার বায়ুসেনা বিমানবন্দরে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ও তাঁর স্ত্রীকে যোগী আদিত্যনাথের তরফে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। অন্যদিকে মলদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘ফার্স্ট লেডি সাজিদ মহম্মদকে নিয়ে প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু আগ্রা পৌঁছেছেন। ভারত সফরের অংশ হিসেবে তাঁরা ঐতিহাসিক তাজমহল পরিদর্শনে গিয়েছিলেন।’
প্রসঙ্গত গত ১১ বছরে এই নিয়ে তিনবার মলদ্বীপের প্রেসিডেন্ট পদাধিকারীরা আগ্রার তাজমহল পরিদর্শনে এলেন। এর আগে ২০১৩ সালে ৪ জানুয়ারি মলদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গায়ুম আগ্রায় তাজমহল দেখতে আসেন। এর পাঁচ বছর পর ২০১৮ সালে ডিসেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সালিয়াহ তাঁর স্ত্রী ফাজলা আহমেদকে নিয়ে তাজমহল দেখেন।
চারদিনের দ্বিপাক্ষিক সফরে ভারতে রয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মলদ্বীপে ফেরার আগে মঙ্গলবার আগ্রা ও মুম্বই এবং বুধবার বেঙ্গালুরু সফর করার কথা রয়েছে তাঁর।