সম্বলে হদিশ মিলল আরেকটি প্রাচীন কূপের

সম্বলে হদিশ মিলল আরেকটি প্রাচীন কূপের। বৃহস্পতিবার উত্তর প্রদেশের সম্ভলে বিতর্কিত শাহি জামা মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে আরও একটি প্রাচীন কূপের সন্ধান পেয়েছে স্থানীয় প্রশাসন, যা এই অঞ্চলের ঐতিহাসিক অস্তিত্বকে আরও বাড়িয়ে তুলেছে। এর আগে চান্দৌসি এলাকায় খননকার্যের সময় একটি ধাপের কূপ এবং একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। তার মাত্র কয়েকদিনের মধ্যেই এই কূপটি আবিষ্কার হল।

সম্ভল সদরের সরথাল ফাঁড়ির কাছে আবিষ্কৃত কূপটি একটি হিন্দু বসতির মধ্যে পাওয়া গিয়েছে। পুরসভার দলটি বর্তমানে আরও খননের সুবিধার্থে এলাকা থেকে মাটি সরিয়ে ফেলছে। স্থানীয়রা এই কূপটিকে ‘মৃত্যু কূপ’ হিসাবে চিহ্নিত করেছেন। এই কাঠামোটির কথা প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে। এটি ভগবান ব্রহ্মা দ্বারা নির্মিত ১৯টি কূপের মধ্যে একটি। স্থানীয় এক বাসিন্দা বলেন, ২০ বছর আগে পর্যন্ত, এই কুয়োতে জল থাকত। মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরে প্রার্থনা করার আগে স্থানীয় বাসিন্দারা এখানে স্নান করতেন।

আরেক বাসিন্দা এই স্থানটির পুনরুজ্জীবনের জন্য যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের চেষ্টার কথা উল্লেখ করেছেন। সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। তাঁর কথায়, আগে আমরা এখানে আসতাম। কুয়ো থেকে লোকজন জল নিয়ে আসত। উদাসীনতার কারণে লোকেরা এটি ব্যবহার বন্ধ করে দিয়েছে। প্রশাসন এবং যোগী সরকার আমাদের ঐতিহ্যের পুনরুজ্জীবনে কাজ করছে। বাসিন্দাদের দাবি, পুরাণে এই কূপটির উল্লেখ রয়েছে। এটি নিকটবর্তী হরিহর মন্দিরের আচারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল।