মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি। একটি ট্রাকের সঙ্গে প্রবল সংঘর্ষে তাঁর গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন মহুয়া। রাঁচীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার সকালে ঝাড়খণ্ডের মহাকুম্ভ থেকে ফেরার পথে লাতেহার জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হলে তাঁর বাঁ হাতের কব্জিতে চোট লাগে। হাসপাতাল সূত্রে খবর, সাংসদের হাত ভেঙে গেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আহত সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘রাজ্য সভার সাংসদ এবং প্রবীণ জেএমএম নেত্রী মহুয়া এবং তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি।’
ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে ৭৫ নম্বর জাতীয় সড়কের হোটওয়াগ গ্রামের কাছে। জেএমএমের রাজ্যসভার সাংসদ মহুয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূও। পরিবারকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান সারতে গিয়েছিলেন মহুয়া। প্রয়াগরাজ থেকে ফেরার পথে লাতেহারে একটি দাঁড় করানো ট্রাককে ধাক্কা মারে তাঁর গাড়ি। সংঘর্ষের ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। সদর থানার ইনচার্জ জানিয়েছেন, মহুয়া মাজিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।