• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিনিয়োগের জন্য যোগী রাজ্যের সঙ্গে মেক্সিকান রাজ্যের মউ চুক্তি স্বাক্ষরিত হল।

উত্তরপ্রদেশ:- বিনিয়োগের জন্য যোগী রাজ্যের সঙ্গে মেক্সিকান রাজ্যের মউ চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিতে বিনিয়োগে নতুন দিক পথ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পরিকাঠামো, পর্যটন ও ফার্মা খাতে বিনিয়োগের জন্য মেক্সিকান রাজ্যের সঙ্গে সমঝোতার স্বাক্ষর করলেন। যোগী সরকার ও মেক্সিকান রাজ্য নিউভো লিওন শনিবার উত্তরপ্রদেশে পর্যটন, পরিকাঠামো, ফার্ম ও চিকিৎসা খাতে বিনিয়োগের জন্য একটি

উত্তরপ্রদেশ:- বিনিয়োগের জন্য যোগী রাজ্যের সঙ্গে মেক্সিকান রাজ্যের মউ চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিতে বিনিয়োগে নতুন দিক পথ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পরিকাঠামো, পর্যটন ও ফার্মা খাতে বিনিয়োগের জন্য মেক্সিকান রাজ্যের সঙ্গে সমঝোতার স্বাক্ষর করলেন। যোগী সরকার ও মেক্সিকান রাজ্য নিউভো লিওন শনিবার উত্তরপ্রদেশে পর্যটন, পরিকাঠামো, ফার্ম ও চিকিৎসা খাতে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও নুয়েভো লিওনের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সেফালভেদারের উপস্থিতিতে মউ স্বাক্ষর হয়। আইআইডিসি মনোজ কুমরা ও নুয়েভো লিওনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইভান রিভাস রড্রিগেজের মধ্যে এই সমঝোতা স্মারক বিনিময় হয়। সেভালভেদা ও তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে শক্তিশালী শিল্প সম্পর্ক স্থাপন করা হচ্ছে। সূত্রের খবর, জানা গিয়েছে, মূখ্যমন্ত্রী বলেছেন, উত্তরপ্রদেশে ব্যবসা করার সহজতা রয়েছে। এই বিষয়ে দেশের এক নম্বর রাজ্য উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় উত্তরপ্রদেশ বিশ্বের সেরা বিনিয়োগের গন্তব্য হয়ে উঠেছে। সূত্রের খবর, যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশ শুধু কৃষির জন্য নয়, পর্যটন ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যের আধুনিক পরিকাঠামো, এক্সপ্রেসের নেটওয়ার্ক, আন্তঃরাজ্য সংযোগ রয়েছে। এছাড়া রেল নেটওয়ার্ক, অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে পূর্ব বন্দরে অ্যাক্সেস ও ডেডিকেটেড মালবাহী করিডোর জংশন গর্ব হয়ে উঠেছে। জানা গিয়েছে, নুয়েভো লিওনের গভর্নর স্যামুয়েল বলেন, আমরা উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এটা আমাদের জন্য সৌভাগ্যের যে আমরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রিসভার সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক ব্যবসায়িত সম্পর্ক স্থাপন করছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। উত্তরপ্রদেশ ও নুয়েভো লিওন একে অপরের খুব কাছাকাছি চলে এল এই চুক্তির ফলে। দুই দেশের মধ্যে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব হলেও তাঁরা একে অপরের আর দূরে নয়।