বেঙ্গালুরু, ৬ মে– ছয় বছরের খুদেটার অপরাধ ছিল সে জন্মের পর থেকেই কথা বলতে ও শুনতে পারতো না৷ সেই অপরাধে নিজের মা তাকে ছুড়ে মারল কুমিরভর্তি খালে৷ কর্ণাটকের উত্তর কন্নড় জেলার হালামাডী গ্রামের ঘটনা৷ জানা গিয়েছে, সাবিত্রী ও রবিকুমারের তিন সন্তান৷ তাদের মধ্যে ৬ বছর বয়সি বড় ছেলে জন্ম থেকেই মূক ও বধির৷ এই নিয়ে প্রায়ই দম্পতির মধ্যে ঝামেলা লেগে থাকত৷ শনিবারও ছেলেকে নিয়ে অশান্তি শুরু হয়৷ এরপর ওইদিন রাতে মহিলা তাঁর বড় ছেলেকে গ্রাম-লাগোয়া খালের জলে ফেলে দেন বলে অভিযোগ৷ এই খাল অদূরেই গিয়ে মিশেছে কালী নদীতে, যেখানে কুমির ভর্তি৷ পুলিশ সূত্রের খবর, সাবিত্রী আশপাশের কয়েকটি বাডি়তে পরিচারিকার কাজ করতেন৷ তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি৷ ঘটনার কথা জানাজানি হতে প্রতিবেশীরাই প্রথমে পুলিশে খবর দেন৷ রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুকে খুঁজে বের করার চেষ্টা করে৷ নামানো হয় ডুবুরি৷ কিন্ত্ত অন্ধকারে ওইদিন রাতে আর শিশুকে খুঁজে পাওয়া যায়নি৷ শেষে রবিবার সকালে নদী থেকে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ৷ শিশুর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত, কামডে়র দাগ রয়েছে৷ তার শরীরের সঙ্গে একটা হাত ছিল না৷ ইতিমধ্যে দম্পতিকে গ্রেফতার করা হয়েছে৷