• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা, সস্ত্রীক আত্মসমর্পণ মাওবাদী দীনেশের

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। মাঝে মধ্যেই এই হুঁশিয়ারি শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে।

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। মাঝে মধ্যেই এই হুঁশিয়ারি শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। সম্প্রতি গোটা দেশে মাওবাদীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গত দু’মাসে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৮০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীও অবশ্য শহিদ হয়েছেন। এই পরিস্থিতিতে আত্মসমর্পণ করলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। তার স্ত্রীও আত্মসমর্পণ করেছে। দীনেশের মাথার দিম ছিল ৮ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, রবিবার দীনেশ আত্মসমর্পণ করে। গঙ্গালুর এরিয়া কমিটির সচিব ছিল দীনেশ। গত কয়েকমাস ধরেই মাওবাদীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, চাপের মুখে পড়েই আত্মসমর্পণ করেছে দীনেশ। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদীর আত্মসমর্পণের ঘটনা জঙ্গি দমন অভিযানের অন্যতম সাফল্য বলে মনে করা হচ্ছে। এর আগে গত শুক্রবারই ৭ জন মাওবাদী আত্মসমর্পণ করে। তাদের মাথার মিলিত দাম ছিল ৩২ লক্ষ টাকা। টেকলগুড়ুমে হামলার অন্যতম চক্রী মাওবাদী দম্পতি রয়েছে আত্মসমর্পণকারীদের তালিকায়।

মাস কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নিরাপত্তা বাহিনী। মাওবাদী দমনে বিভিন্ন জঙ্গলে প্রায়ই তল্লাশি অভিযান চালাচ্ছে বাহিনী। সূত্রের খবর, নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যপূরণের জন্য সব রকমের প্রস্ততি কেন্দ্রীয় সরকার।