মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর বাসভবনের কাছে উদ্ধার মর্টার বোমা, বাড়ল নিরাপত্তা
গোষ্ঠী হিংসায় উত্তপ্ত মণিপুরে ফের চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর ব্যক্তিগত বাসভবনের কাছে, লুয়াংশাংবাম থেকে এক কিলোমিটার দূরে মণিপুরের কোইরেঙ্গেই-এর কাছে একটি মর্টার বোমা পাওয়া যায়। স্থানীয়দের দাবি, সোমবার রাতে একটি রকেট-চালিত বোমা নিক্ষেপ করা হলেও বিস্ফোরণ হয়নি। মঙ্গলবার ভোরে ৫১ মিমি মর্টার বোমাটি দেখতে পাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়। কী ভাবে বোমাটি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি এল তা খতিয়ে দেখা হচ্ছে।