দেশে একদিনে নতুন সংক্রমণ হাজারের বেশি, তবে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা দু’লাখ ছুঁতে চলেছে

প্রতীকী ছবি (Photo: AFP)

দেশে করোনা সংক্রমণ সাড়ে তিন লাখের গণ্ডি পেরিয়েছে গতকালই। চিন্তা বাড়িয়েছিল একদিনে মৃতের সংখ্যা। রাতারাতিই যেটা বেড়ে হয়েছিল ২০০৩। এই প্রথম ঘণ্টায় মৃত্যুর সংখ্যা এত বেড়ে যাওয়ায় চমকে গিয়েছিল দেশ। তবে বৃহস্পতিবার সকালের বুলেটিনে কিছুটা হলেও স্বস্তি মিলল। কেন্দ্রের পরিসংখ্যাণ বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৩৩৪। তবে একদিনে নতুন সংক্রমণ সেই দশ হাজারের বেশি।

বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত নয়া সংক্রমণ ধরা পড়েছে ১২৮৮১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে এখন মোট করোনা সংক্রামিত ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬। করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে ভাইরাসের সংক্রমণ নিয়ে আইসোলেশনে রয়েছেন ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি।

তবে আশা জাগিয়েছে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা। দু’দিন আগেই, স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল দেশে সুস্থতার হার বেড়েছে ৫২.৫ শতাংশ। এদিনের বুলেটিন অনুসারে দেশে এখন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা দু’লাখ ছুঁতে চলেছে। আজকের হিসেবে ১ লাখ ৯৪ হাজার ৩২৪ জন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। একদিনে সেরে উঠেছেন সাত হাজারের বেশি।


দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখনও শীর্ষেই। সেখানে সংক্রামিত এক লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫১ জনের। তবে রাজ্য সরকার জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও সেরে ওঠাদের সংখ্যাও কম নয়। রাজ্যে সংক্রমণ সারিয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ।

কেন্দ্রের হিসেব বলছে, দেশের ১৫ টি রাজ্যের মধ্যে ৫০ টি পুর এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। পুণে, ইন্দোর, আমদাবাদ, দিল্লিতেও সংক্রমণের হার জাতীয় গড়ের চেয়েও অনেক বেশি। তামিলনাড়ুতে সংক্রামিতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে, গুজরাটে করোনা সংক্রামিত ২৫ হাজারের বেশি।