কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যুব সমাজের জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে নাম নথিভুক্ত করতে শনিবার পোর্টাল চালু করে কেন্দ্র। এই পোর্টাল চালু করার একদিনের মধ্যেই তাতে নাম নথিভুক্ত করলেন দেড় লক্ষেরও বেশি আবেদনকারী। মূলত চাকরির মন্দার বাজারে বেকার যুবক-যুবতীদের কথা ভেবেই এই স্কিম আনার কথা ঘোষণা করা হয়।
আগামী ২ ডিসেম্বর ইন্টার্নশিপ শুরু হবে। এক বছরের ইন্টার্নশিপে ইন্টার্নদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এর মধ্যে ৫০০ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। ৪৫০০ টাকা দেবে কেন্দ্র। এছাড়া এককালীন ৬০০০ টাকা পাবেন ইন্টার্নরা। জুবিল্যান্ট ফুডওয়ার্কস, মারুতি সুজুকি ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে।
তবে উল্লেখযোগ্য হল, পরিবারে বাবা, মা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে তার ছেলেমেয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও আইআইটি আইআইএম-এর পড়ুয়ারা এই স্কিমে আবেদন করতে পারবে না।