• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ওডি়শার মুখ্যমন্ত্রী হিসেবে নতুন মুখ মোহনচরণ মাঝিতেই ভরসা বিজেপির, সঙ্গী ২ ডেপুটি কনকবর্ধন ও প্রভাতী

মুখ্যমন্ত্রীর জন্য বাসভবনের খোঁজ দ্বিতীয় চ্যালেঞ্জ বিজেপির কটক, ১১ জুন– ওড়িশায় বন্ধু নবীন পট্টনায়েকের ২৪ বছরের শাসনে ছেদ ধরিয়েছেন আরেক বন্ধু নরেন্দ্র মোদি৷ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে বিজেডি৷ প্রথমবারের জন্য সেরাজ্যে ক্ষমতায় আসে গেরুয়া শিবির৷ মঙ্গলবার সেই ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী বাছাই করল বিজেপি সরকার৷ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

মুখ্যমন্ত্রীর জন্য বাসভবনের খোঁজ দ্বিতীয় চ্যালেঞ্জ বিজেপির
কটক, ১১ জুন– ওড়িশায় বন্ধু নবীন পট্টনায়েকের ২৪ বছরের শাসনে ছেদ ধরিয়েছেন আরেক বন্ধু নরেন্দ্র মোদি৷ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে বিজেডি৷ প্রথমবারের জন্য সেরাজ্যে ক্ষমতায় আসে গেরুয়া শিবির৷ মঙ্গলবার সেই ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী বাছাই করল বিজেপি সরকার৷ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল বিজেপি৷ মঙ্গলবার রাজনাথ সিং ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মোহন চরণ মাঝির নাম ঘোষণা করলেন৷ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নতুন মুখেই বিশ্বাস রাখল বিজেপি৷ দুই উপমুখ্যমন্ত্রীর নামও এদিন ঘোষণা করেছেন রাজনাথ৷ মোহনের ডেপুটি হিসাবে দায়িত্ব সামলাবেন কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদা৷ বিধানসভা নির্বাচনে কেওনঝড়ের প্রার্থী ছিলেন মোহন৷ প্রতিপক্ষ বিজেডির মিনা মাঝিকে ৮৭ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি৷ এই আসন থেকে এইবার নিয়ে পরপর চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি৷
উল্লেখ্য, ওড়িশার নতুন মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিল বেশ কয়েকটি পরিচিত নাম৷ জল্পনা চলছিল সম্বিত পাত্র, গিরিশ মুর্মু, মনমোহন সামাল, সুরেশ পুজারী, কেভি সিং দেও এবং মোহন চরণ মাঝির৷ মনে করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে এগিয়ে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামালই৷ কিন্ত্ত, শেষ পর্যন্ত মোহন চরণ মাঝিই সবাইকে পেছনে ফেলে বসলেন ওড়িশার কুর্সিতে৷
১৪৭ আসনের ওডি়শা বিধানসভায় এবার ৭৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ অন্যদিকে, ২৪ বছর ধরে রাজ্য শাসনের পর, এবার ৫১ আসনেই আটকে গিয়েছে বিজু জনতা দল৷ অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১৪টি আসন৷ ফলে, রাজ্যে পরবর্তী সরকার গঠন করল বিজেপি৷ বুধবার বিকেল ৫টাতেই ওডি়শার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির শপথ নেওয়ার কথা৷
তবে, বিজেডির পত্তনের পর শুধু নতুন মুখ্যমন্ত্রীর খোঁজই বিজেপির একমাত্র কাজ ছিল না৷ আরেকটি ভীষণ গুরুত্বপুর্ণ কাজ বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের৷ সেটা হল নতুন মুখ্যমন্ত্রীর মাথার ছাদ খোঁজার কাজ৷ আসলে নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রায় ২৪ বছরের তার শাসনকালেপৈতৃক বাডি় থেকেই মুখ্যমন্ত্রীর কাজ চালাতেন৷ ‘নবীন নিবাস’ থেকেই চলত সমস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজকর্ম৷ তাই ওডি়শার মুখ্যমন্ত্রীর কোনও সরকারি আবাস নেই৷ পট্টনায়ক পরিবারের আসল বাংলোটি অবস্থিত কটকে৷ সেখানেই জন্মেছিলেন বিজু পট্টনায়কের তিন সন্তান – প্রেম, গীতা এবং নবীন৷ এরপর, ভুবনেশ্বরে নবীন নিবাস তৈরি করেছিলেন বিজু৷ তারপর সপরিবারের তাঁরা ভুবনেশ্বরে চলে এসেছিলেন৷ এখন ভুবনেশ্বরের বাংলোটিতে একটি জাদুঘর তৈরি করা হয়েছে৷
এবার নতুন মুখ্যমন্ত্রীর জন্য ভবন নির্বাচন করতে হবে বিজেপিকে তারপর ভবনটির প্রয়োজনীয় সংস্কার করতে হবে৷ মুখ্যমন্ত্রীর বাসভবনের উপযুক্ত সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হবে৷ ততদিন, নতুন মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী বাসস্থান হিসাবে, রাজ্য গেস্ট হাউসে একটি সু্যট প্রস্তুত রাখছে রাজ্য প্রশাসন৷
এই পরিস্থিতিতে, নয়া মুখ্যমন্ত্রীর জন্য একটি উপযুক্ত সরকারি বাসস্থান খুঁজছে রাজ্য প্রশাসন৷ এক ঊর্ধ্বতন সরকারি কর্তা জানিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেল চলত যে ভবনে, সেই ভবনটি-সহ বেশ কয়েকটি সরকারি ভবনের তালিকা তৈরি করা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গামাং-এর সরকারি বাসভবন ছিল এই ভবনটি৷ তবে, যে ভবনটিই স্থির করা হোক, এখনই নয়া মুখ্যমন্ত্রী সেখানে থাকা শুরু করবেন না৷