মন্দির-মসজিদ বিরোধ নিয়ে ফের বক্তব্য রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাম মন্দির নির্মাণের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে দানা বাঁধছে নতুন বিতর্ক। দেশের বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট-বড় হিন্দুপন্থী সংগঠন, হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য, সেই মসজিদের জায়গায় কোনও যুগে মন্দির ছিল কিনা তা খতিয়ে দেখা। এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে। এই ধরণের আচরণের তীব্র ধিক্কার জানান মোহন ভাগবত। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভাগবত জানিয়েছেন, কিছু নির্দিষ্ট ব্যক্তি তাঁদের হিন্দুত্ববাদ প্রমাণের জন্য এসব টেনে আনছেন। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর থেকে কিছু মানুষ মনে করেন যে তাঁরা এই ধরনের ইস্যু তুলে হিন্দু নেতা হতে পারেন। তিনি স্পষ্ট বলেন, এই ধরনের ঘটনা ‘গ্রহণযোগ্য নয়’।