• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

খেলাে ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনে মােদির উপস্থিতি অনিশ্চিত

২০১৮ সালে খেলাে ইন্ডিয়া গেমসের সূচনা করা হয়েছিল। চলতি বছর আগামি ১০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গেমস চলবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (File Photo: IANS)

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল তামাম দেশ– অসমেও সামগ্রিক চিত্রটা একই রকমের, তবে আসু’র হুমকির জেরে হয়তাে খেলাে ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনে প্রধানমন্ত্রী গরহাজির থাকতে পারেন- যদিও প্রধানমন্ত্রীর অফিসের তরফে স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। কমিটির তরফে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানাের কথা বলা হয়েছে।

খেলাে ইন্ডিয়া গেমসের সিইও অবিনাশ যােশী বলেন, আমরা প্রধানমন্ত্রী মােদিকে উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসবেন কিনা এখনও জানানাে হয়নি। বিক্ষোভের কারণে তিনি হয়তাে খেলাে ইন্ডিয়া উদ্বোধন কর্মসূচী বাতিল করতে পারেন।

নাগরিকত্ব আইনের বিরােধিতায় চলা প্রতিবাদের মধ্যে খেলাে ইন্ডিয়া, গেমস আয়ােজন করা হয়েছে। আসু’র তরফে জানানাে হয়েছে, প্রধানমন্ত্রী গুয়াহাটি সফরে এলে ব্যাপকভাবে প্রতিবাদ দেখানাে হবে। এটা প্রথমবার নয়, কয়েক সপ্তাহ আগে বিক্ষোভের কারণে। ভারত-জাপান শীর্ষ সম্মেলন বাতিল করে দেওয়া হয়েছিল। ২০১৮ সালে খেলাে ইন্ডিয়া গেমসের সূচনা করা হয়েছিল। চলতি বছর আগামি ১০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গেমস চলবে।