• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মােদিজি ব্যাঙ্কে সাড়ে ৫ লাখ টাকা পাঠিয়েছেন, ফেরত দিতে অস্বীকার করায় গ্রেফতার গ্রাহক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই সাড়ে লাখ টাকা জমা পড়েছে। বিহারের খাগড়িয়ার বক্তিয়ারপুর গ্রামের রঞ্জিত দাসের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই সাড়ে লাখ টাকা জমা পড়েছে। বিহারের খাগড়িয়ার বক্তিয়ারপুর গ্রামের রঞ্জিত দাসের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে। বিষয়টি নিজেদের ভুল হয়েছে বুঝতে পেরে ব্যাঙ্কের তরফে রঞ্জিতবাবুর কাছ থেকে টাকা ফেরত দেওয়ার দাবি করে।

কিন্তু রঞ্জিত নাছােড়বান্দা। তিনি বলেন, মােদিজি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি) টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে, তিনি ফেরত কেন দেকে! প্রধানমন্ত্রী জনগণকে পনেরাে লাখ টাকা করে দেওয়ার কথা ঘােষণা করেছিলেন।

তার প্রথম কিস্তি সাড়ে পাঁচ লাখ টাকা তার অ্যাকাউন্টে দিয়েছেন। এছাড়া টাকা তুলে তিনি নিজের প্রয়ােজনে খরচও করেছেন। এত টাকা তার কাছে নেই। বার বার ব্যাঙ্ক কর্তৃপক্ষ রঞ্জিতকে টাকা ফেরত দেওয়ার নােটিশ পাঠায। কিন্তু সে রাজি না হওয়ায় গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের অভিযােগের ভিত্তিতে পুলিশ রঞ্জিতকে গ্রেফতার করে সংবাদসংস্থাকে রঞ্জিত জানায়।