দিল্লি, ৪ মে– আগের কংগ্রেস সরকারের নরম নীতিতে ইসলামাবাদ জঙ্গিদের আরও বেশি করে প্রশ্রয় দিয়েছে৷ এমনটাই দাবি করে ফের মোদির কটাক্ষ কংগ্রেসকে৷ এক জনসভায় ফের ‘পাকিস্তান’ ইসু্যতে হাতশিবিরকে কাঠগড়ায় তুলে মোদি বলেন, কংগ্রেস যখন সরকারে ছিল, তখন তারা পাকিস্তানকে ‘প্রেমপত্র’ পাঠাত শান্তির আশায়৷ আর প্রতিবেশী দেশ সেই প্রেমপত্রের জবাবে আরও বেশি করে সন্ত্রাসবাদী পাঠাত ভারতে৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে৷ এখন প্রেমপত্র নয়, ভারত ‘ঘর মে ঘুসকে মারতা হ্যায়৷’
ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভা করতে এসেছিলেন তিনি৷ সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘আগে জঙ্গিরা অবাধে মানুষ মারত আর সরকার পাকিস্তানকে প্রেমপত্র লিখত৷ কিন্ত্ত পাকিস্তান সেই সব চিঠির উত্তরে আরও বেশি করে জঙ্গি পাঠাত৷ কিন্ত্ত আপনাদের একটি ভোটের জোরে, আমি বললাম যথেষ্ট হয়েছে৷ আজকের নতুন ভারত কোনও ডসিয়ার পাঠায় না৷ এটা নতুন ভারত৷ ঘরে ঢুকে জবাব দেয় ভারত৷’
সম্প্রতি পাকিস্তানেরই প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরী লিখেছেন, ‘রাহুল গান্ধির গর্জন৷’ পাক মন্ত্রীর ওই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি রাহুল তথা কংগ্রেসকে ফের পাকিস্তানপন্থী বলে দেগে দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছে৷ সেই মেজাজ বজায় রেখেই পশ্চিবঙ্গ তথা ঝাড়খন্ডের সফরে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল মোদিকে৷ সেই সঙ্গে ফের সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট প্রসঙ্গও তোলেন তিনি৷ বলেন, ‘সার্জিক্যাল ও বালাকোট স্ট্রাইক পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল৷ আজ পাকিস্তান সারা দুনিয়া জুডে় কেঁদে বেড়ায়, ‘বাঁচাও বাঁচাও’ করে৷ পাকিস্তানের নেতারা প্রার্থনা করছেন কংগ্রেসের শাহজাদা যেন প্রধানমন্ত্রী হন৷ কিন্ত্ত শক্তিশালী ভারতের আজ এক শক্তিশালী সরকারই দরকার৷’