বিহারকেই কংগ্রেস জুলুমবাজির জায়গা করে তুলেছে: মোদি

মোদিকে দেখতে উপচে পড়া ভিড় বিহারে
পাটনা, ২১ মে- মঙ্গলবার বিহার সফরে মহারাজগঞ্জে পেঁৗছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে মহারাজগঞ্জের সভায় মোদির আসার কথা ছড়িয়ে পড়তেই পিলপিল করে লোক ছুটে আসতে থাকে চারিদিক থেকে৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দলে দলে লোক ছুটে যাচ্ছেন সভাস্থলের দিকে৷ ওই সভা থেকে ইন্ডিয়া জোটকে একহাত নিয়ে মোদি বলেন, ‘বিহারকেই কংগ্রেস জুলুমবাজির জায়গা করে তুলেছে’৷
মঙ্গলবার বিহারের ইস্ট চম্পারণে গিয়ে মোদি রাম মন্দির প্রসঙ্গ উল্লেখ করেন৷ তিনি দাবি করেন, যাঁরা রাম মন্দিরের আমন্ত্রণে সাড়া দেয়নি, তাঁদের দুর্নীতিবাজদের সঙ্গে একসঙ্গে বসে খেতে কোনও অসুবিধা হয় না৷ সভায় কংগ্রেস ও আরজেডি-কে নিশানা করেন মোদি৷ তিনি বলেন, বিহার হল রাজেন্দ্র প্রসাদের মাটি৷ আর সেই বিহারকেই কংগ্রেস জুলুমবাজির জায়গা করে তুলেছে৷ সনাতন-বিরোধী মানসিকতা বলেও ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন তিনি৷ বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতি, তোষণের অভিযোগ তোলেন তিনি৷ প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, কংগ্রেস সংবিধানটাই বদলে দিতে চায়৷ এসসি, এসটি, ওবিসি-দের থেকে সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়৷ মোদি বলেন, ‘আমার কোনও উত্তরাধিকারী নেই৷ দেশের মানুষই আমার উত্তরাধিকারী৷’ মঙ্গলবার বিহারের মহারাজগঞ্জে গিয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন তাঁর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো৷
কংগ্রেস আমলে যে ভাঙন তৈরি হয়, তা মেরামত করতেই ১০ বছর কেটে গিয়েছে বলে মন্তব্য করেন মোদি৷ এদিন নিজের বক্তব্যে শৌচাগার সহ উন্নয়নের একাধিক খতিয়ান তুলে ধরতে ভোলেন নি তিনি৷ মোদির বক্তব্য, আবারও ক্ষমতায় এলে উন্নয়ন আরও ত্বরাণ্বিত হবে৷