• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

অযােধ্যা উন্নয়ন প্রকল্প নিয়ে মােদি-যােগী বৈঠক 

অযােধ্যায় রাম মন্দির নির্মাণ প্রকল্পের কাজ সম্পর্কে খোঁজ নিতে মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মােদি।

নরেন্দ্র মােদি ও যােগী আদিত্যনাথ (File Photo: PMO)

অযােধ্যায় রাম মন্দির নির্মাণ প্রকল্পের কাজ সম্পর্কে খোঁজ নিতে মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মােদি। 

পাশাপাশি, অযােধ্যার উন্নয়ন প্রকল্পে শহরের আধুনিকীকরণ, রাস্তা তৈরি, রেল স্টেশন, বিমানবন্দর সহ একাধিক পরিকাঠামােগত উন্নয়ন সম্পর্কিত প্রজেক্ট নিয়েও আলােচনা হয়।

প্রধানমন্ত্রী মােদি ও মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথের ভিডিও কনফারেন্স বৈঠকে শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

চলতি বছর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ জানিয়েছিলেন, অযােধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবে কেন্দ্র অনুমােদন দিয়েছে। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র সরকার ২৫০ কোটি টাকা দিয়েছে।