সেনা দিবসে জওয়ানদের শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

পেশাদারিত্ব ও সাহসিকতাই ভারতীয় সেনার পরিচয়, সেনা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধানমন্ত্রী মোদি ঠিক এভাবেই সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করলেন। প্রতি বছরের মতো এবারও তিনি দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করান।

তার কথায়, ‘দেশ ও তামাম দেশবাসীর নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকা ও তাঁদের প্রত্যেকের অবদান বর্ণনা করার জন্য শব্দ প্রয়োগ যথেষ্ট নয়। আপনাদের কুর্নিশ জানাই।

সেনাবাহিনীর শান্তিরক্ষায় অবদানের জন্য দেশ গর্বিত’ সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘সেনা দিবসে সাহসী সেনানি, প্রবীণ সেনানি ও তাদের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাই।


আপনাদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন ও আত্মত্যাগ, দৃষ্টান্ত সৃষ্টিকারী অবদান শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। সেনানিদের প্রতিকূল পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কাজ করতে হয়।

ভারত মাতার সম্মান অক্ষুন্ন রাখতে প্রকৃত সন্তান হিসেবে সেনানিদের ভূমিকা প্রশংশনীয়। জয় হিন্দ’।