রাজস্থানে কৃষকদের আন্দোলনে যােগ দিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি দ্বিতীয় বার সফরে গেছেন। গতকাল তিনি হনুমানগড় ও গঙ্গানগরে মন্তব্য করেছিলেন, ‘প্রধানমন্ত্রী মােদি চিনের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না -শুধু কৃষকদের ভয় দেখান।’
আজ লাল-সবুজ পাগড়ি মাথায় পড়ে আজমেঢ় জেলায় ট্রাক্টর চালিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি কৃষকদের সঙ্গে দেখা করতে যান। তার একদিকে মুখ্যমন্ত্রী অশােক গেহলট ও অন্যদিকে রাজস্থানে কংগ্রেস প্রদেশ সভাপতি গােবিন্দ সিং দোতারা।
তিনি বলেন, ‘ভারতে কৃষিজাত পণ্যের ব্যবসাই সবথেকে বড় ব্যবসা। ৪০ লাখ কোটি টাকার ব্যবসার ওপর দেশের ৪০ শতাংশ জনগণ নির্ভর করে। প্রধানমন্ত্রী মােদি চান, বৃহত্তম ব্যবসাটি তার দুই ঘনিষ্ট ব্যবসায়ী বন্ধুর হাতে তুলে দিতে।
কেন্দ্রের নতুন কৃষি আইনগুলাের কঠোর সমালােচনা করে তিনি বলেন, নতুন কৃষি আইগুলাে দ্বারা হাতে গােনা কয়েকটি কর্পোরেট সংস্থা লাভবান হবে। ছােটো ও প্রান্তিক কৃষকরা কয়েক লক্ষ টাকা ব্যয় করে ওই কর্পোরেটদের হাতে লাভটা তুলে দেবে।