• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

৩.০ মোদি সরকারেই ভারত হবে বিশ্বের তৃতীয় অর্থনীতি, লক্ষ্য ঘোষণা নমের   

দিল্লি, ৩০ জুলাই– ৩.০ মোদি সরকারের আমলেই ভারত হবে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ। ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। মঙ্গলবার, বণিকসভা সিআইআই-র বাজেট পরবর্তী সম্মেলনে যোগ দিয়ে মোদি বললেন, আগামী ৫ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ পরিণত হবে ভারত। এনডিএ জমানায় গত ১০ বছরে ৩ গুণ বেড়ে ৪৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বাজেট বরাদ্দ। যা দেশের অর্থনীতির গ্রাফকে

দিল্লি, ৩০ জুলাই– ৩.০ মোদি সরকারের আমলেই ভারত হবে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ। ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। মঙ্গলবার, বণিকসভা সিআইআই-র বাজেট পরবর্তী সম্মেলনে যোগ দিয়ে মোদি বললেন, আগামী ৫ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ পরিণত হবে ভারত। এনডিএ জমানায় গত ১০ বছরে ৩ গুণ বেড়ে ৪৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বাজেট বরাদ্দ। যা দেশের অর্থনীতির গ্রাফকে উপরের দিকে ছুটতে সাহায্য করছে।
এ দিনের অনুষ্ঠানে করোনা অতিমারীর সময় আর্থিক চ্যালেঞ্জের কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘করোনার সঙ্গে লড়াই করেও আমরা নতুন উচ্চতায় পৌঁছতে পেরেছি। বর্তমানে দেশের বৃদ্ধির হার ৮ শতাংশে পৌঁছে গিয়েছে। ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার থেকে আমরা খুব বেশি পিছিয়ে নেই।’
পাশাপাশি, দেশের কর ব্যবস্থা নিয়ে তাঁর দাবি, গত ১০ বছরে সমস্ত মন্ত্রকের বরাদ্দ রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে কর কাঠামো সংশোধন করে রেট কমিয়েছে তাঁর সরকার। সিআইআইয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বিকশিত ভারত শুধু একটা আবেগ নয়। আত্মবিশ্বাসের জায়গা থেকে লক্ষ্যপূরণের দিকে আমরা এগিয়ে চলেছি।’

নমো জানিয়েছেন, গত ১০ বছরে দেশের ক্যাপেক্সের পরিমাণ বেড়েছে ৫ গুণ। ফলে তা ১১.১১ লাখ কোটিতে পৌঁছে গিয়েছে। ‘আজকের দিনে সারা দেশে ছড়িয়ে রয়েছে ১.৪০ লাখ স্টার্ট আপ। মুদ্রা লোনের মাধ্যমে ৮ কোটি তরুণ-তরুণী নতুন ব্যবসা শুরু করেছেন। যা অভূতপূর্ব।’ বণিকসভা সিআইআইয়ের অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।

এছাড়া এ দিনের অনুষ্ঠানে দারিদ্র দূরীকরণ সংক্রান্ত তথ্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ১০ বছরে ২৫ কোটির বেশি বাসিন্দাকে দরিদ্র অবস্থা থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে স্কিল ডেভলপমেন্ট ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
‘ভারত একমাত্র দেশ যেখানে বৃদ্ধির হারের গ্রাফ ঊর্ধ্বমুখী। আর মুদ্রাস্ফীতি ক্রমশ কমছে। সারা বিশ্বের আর্থিক বৃদ্ধির ১৬ শতাংশই আমাদের দেশের উপর নির্ভরশীল। আমরা এটাকে আরও বাড়াতে বদ্ধপরিকর। আর তাই পরিকাঠামো গড়ে তোলার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। যে দ্রুততায় এই কাজ চলছে, তা প্রশংসার দাবি রাখে।’ এ দিনের অনুষ্ঠানে বলেছেন নমো।