• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নেহরুকে স্মরণ মোদী -রাহুল -প্রিয়াঙ্কার 

পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৫ তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লেখেন, 'পণ্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।' এদিন নেহরুর সমাধিস্থল শান্তিবনে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শ্রদ্ধা জানিয়ে টুইট করেন রাহুল গান্ধীও। 

পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৫ তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লেখেন, ‘পণ্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।’ এদিন নেহরুর সমাধিস্থল শান্তিবনে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শ্রদ্ধা জানিয়ে টুইট করেন রাহুল গান্ধীও। 

 
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে-এ লেখেন ‘ভারতকে শূন্য থেকে শীর্ষে নিয়ে গিয়েছিলেন নেহরু। তিনি আধুনিক ভারতের স্থপতি, যিনি ভারতকে বৈজ্ঞানিক, অর্থনৈতিক, শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পথে নিয়ে গিয়েছেন। দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি আমাদের অনুপ্রেরণার উৎস।’ নেহরুর লেখা ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ বই থেকে একটি অংশ শেয়ার করেছেন।     
 
১৯৫৪ সালের ২০ নভেম্বরকে রাষ্ট্রসঙ্ঘ সর্বজনীন শিশু দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৬৪ সালে পণ্ডিত নেহরুর প্রয়াণের পর তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসেবে উদযাপন করে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে এই দিনটিতেই পালিত হয়ে আসছে শিশু দিবস। শিশুদের প্রতি গভীর স্নেহের জন্য “চাচা নেহেরু” নামেও তিনি পরিচিত। এই দিনটিতে বিভিন্ন স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।