শ্রদ্ধাজ্ঞাপন মোদী-রাহুলের, শোকবার্তা গোটা বিশ্বের

ভারতের অর্থনীতির রূপকার ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সরকার, বিরোধী সব দলকে এক সারিতে এনে দিলো। বৃহস্পতিবার এইমসে মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী গভীর শোক প্রকাশ করে বলেছিলেন ‘দেশ একজন মহান নেতাকে হারালো।’ শুক্রবার সকালেই নয়াদিল্লির মোতিলাল নেহরু মার্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মোদী।

ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফিরে এসে মনমোহন সিংকে নিয়ে বিশেষ কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে তিনি বলেন, মনমোহন সিংয়ের প্রয়াণ গোটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। যেভাবে কঠিন সময়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী থাকাকালীন যেভাবে দেশকে উদ্ধার করেছেন, সেটা আগামী প্রজন্মের কাছে শিক্ষণীয়।’ এরপরই একে একে আস্তে শুরু করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকলেই শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়েই বৃহস্পতিবার রাতেই কর্ণাটক বেলগাভি থেকে সোজা দিল্লি চলে আসেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালেই তিনি হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে। ছিলেন রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীও। দুজনেই শ্রদ্ধা জানান, মনমোহন সিংকে।