দেশে বৌদ্ধ সাহিত্য ও ধর্মগ্রন্থ সংগ্রহ সম্পর্কিত গ্রন্থাগার তৈরি করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী মােদি। ষষ্ঠ ভারত-জাপান সম্বাদ কনফারেন্সে ভিডিও বার্তায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘যুব সমাজের মধ্যে ভগবান বুদ্ধের দর্শন ও আদর্শ প্রচারের কাজে সক্রিয় ফোরামগুলির ভূমিকা প্রশংসনীয়।
ভারতে বৌদ্ধ সাহিত্য, সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য কোনও প্রতিষ্ঠান নেই। ভারতের গ্রন্থাগারে ঐতিহ্যবাহী বৌদ্ধ সাহিত্য, ধর্মগ্রন্থ সংগ্রহ করা হবে, যেখানে বৌদ্ধ সাহিত্যের গবেষণা করা সম্ভব হবে।
পাশাপাশি তিনি বলেন, ‘বৌদ্ধ সাহিত্য ও ধর্মগ্রন্থ সম্পর্কিত গ্রন্থাগার তৈরি করার জন্য আমি প্রস্তাব রাখলাম। ভারতের মাটিতে এই ধরনের উদ্যোগ নিতে পারলে আমি খুশি হব। গ্রন্থাগারে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ সাহিত্যের ডিজিটাল কপি সংগ্রহ করা হবে তারপর অনুবাদ করা হবে। বৌদ্ধ সন্ন্যাসী ও পন্ডিতরা গবেষণা করতে পারনে। গ্রন্থাগারটি শুধু সাহিত্য সংগ্রহশালা হিসেবে থাকবে না, গবেষণার সুবিধা পাবে।’