• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিজের নাচের ভিডিও শেয়ার করে মমতাকে খোঁচা মোদির

দিল্লি, ৭ মে– কয়েকদিন আগেই মমতার মিম ভাইরাল হয়েছিল৷ বাংলার মুখ্যমন্ত্রীর নাচের মিমকে কেন্দ্র করে কলকাতা পুলিশ স্বতস্ফূর্ত পদক্ষেপ করে৷ এবার ভাইরাল মোদির ভিডিও৷ আর নিজের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করলেন প্রধানমন্ত্রী৷ নিজের ‘নাচে’র ভিডিও শেয়ার করে মমতাকে খোঁচা মোদির৷ সেই ভিডিও পোস্ট হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ প্রধানমন্ত্রী৷ একই

দিল্লি, ৭ মে– কয়েকদিন আগেই মমতার মিম ভাইরাল হয়েছিল৷ বাংলার মুখ্যমন্ত্রীর নাচের মিমকে কেন্দ্র করে কলকাতা পুলিশ স্বতস্ফূর্ত পদক্ষেপ করে৷ এবার ভাইরাল মোদির ভিডিও৷ আর নিজের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করলেন প্রধানমন্ত্রী৷ নিজের ‘নাচে’র ভিডিও শেয়ার করে মমতাকে খোঁচা মোদির৷
সেই ভিডিও পোস্ট হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নিজেকে নাচতে দেখে আপনাদের মতো আমিও সেই নাচ উপভোগ করেছি৷ নির্বাচনের মরশুমে এমন ‘শিল্প’ সত্যিই মনকে আনন্দ দেয়৷’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই এক ভিডিও ভাইরাল হয় ৷ এই ঘটনায় কমিশনের নির্দেশ মেনে পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ৷ নোটিস পাঠানো হয় অভিযুক্তকে৷ বাংলায় যখন এমন ভিডিওকে ঘিরে পদক্ষেপ চলছে তখনই ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমনই এক ভিডিও৷ এক যুবক সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি এই ভিডিও পোস্ট করছি কারণ আমি জানি ‘একনায়ক’ এই ভিডিওর জন্য আমায় গ্রেপ্তার করাবেন না৷’ পোস্টদাতার ওই বার্তার নাম না করে কটাক্ষ ছিল বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি৷ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে ‘একনায়ক’ বলে আক্রমণ শানান প্রায়শই৷ এদিকে কলকাতা পুলিশের পদক্ষেপ, তো অন্যদিকে মোদির এমন আচরণ দেখে রাজনৈতিক মহলের দাবি, আসলে এই ভিডিও পোস্ট করে কৌশলের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি৷ কারণ, মমতা ও মোদি দু’জনের ভিডিও একই শুধু মুখ আলাদা৷
তবে মোদির সেই খোঁচার জবাব দিতে ছাড়েননি এদিকে প্রধানমন্ত্রী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর পালটা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এই ধরনের ভুয়ো ভিডিও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ আর সেই নির্দেশ মেনেই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ৷ এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ‘সাহেব’ ধরনের কাজকে নির্লজ্জভাবে শুধু উৎসাহ দিচ্ছেন না, নির্বাচন কমিশনের নির্দেশকে অবজ্ঞা করছেন৷’