আগামী ২১ সেপ্টেম্বর উইলমিংটন ডেলাওয়্যারে বসতে চলেছে কোয়াড্রিলাটরাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই শীর্ষ সম্মেলনের অঅয়োজন করতে চলেছেন বলে হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে। আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক সংবাদ সংস্থাকে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রথমবারের মতো উইলমিংটনে বিদেশি নেতাদের আপ্যায়ন করবেন। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র -এই চার দেশকে নিয়ে তৈরী হয়েছে কোয়াড। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত এক বছরে জোটের অগ্রগতি পর্যালোচনা করবেন কোয়াড-এর নেতারা। তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে তাদের উন্নয়ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার জন্য বছরের জন্য এজেন্ডা নির্ধারণ করবে।
নিউ ইয়র্কে ২২ সেপ্টেম্বর নাসাউ ভেটেরান্স মেমোরিয়াল কলিজিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রবাসী ভারতীয়দের ২৪ হাজারেরও বেশি সদস্য ‘মোদি অ্যান্ড ইউএস’ প্রোগ্রেস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে নাম লিখিয়েছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজির মতো অত্যাধুনিক ক্ষেত্রে দু’দেশের মধ্যে মতবিনিময় করবেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘সামিট অফ দ্য ফিউচার অ্যাট ইউএনজিএ-তে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শীর্ষ সম্মেলনের মধ্যেই প্রধানমন্ত্রী বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।
এটি কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন , যেখানে চার দেশের নেতারা মুখোমুখি সাক্ষাৎ করবেন। কারিন জিন-পিয়েরে বলেন, এর মধ্যে রয়েছে স্বাস্থ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ, সামুদ্রিক নিরাপত্তা, উচ্চ মানের পরিকাঠামো, প্রযুক্তি, জলবায়ু ও সাইবার নিরাপত্তা।