• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

রাষ্ট্রনেতাদের মধ্যে শীর্ষে মোদিই, শুভেচ্ছা মাস্কের

দিল্লি, ২০ জুলাই– গোটা দুনিয়ার তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পেছনে ফেলে এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও বারাক ওবামা তার থেকে কিছুটা এগিয়ে৷ যদিও তিনি বর্তমানে রাষ্ট্রনেতা নন তাই মোদিই শীর্ষে৷ নেটদুনিয়ায় এই মুহূর্তে রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এক্স হ্যান্ডলে তাঁর ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১০ কোটি৷ এই পরিস্থিতিতে তাঁকে শুভেচ্ছা জানালেন এক্সের মালিক

দিল্লি, ২০ জুলাই– গোটা দুনিয়ার তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পেছনে ফেলে এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও বারাক ওবামা তার থেকে কিছুটা এগিয়ে৷ যদিও তিনি বর্তমানে রাষ্ট্রনেতা নন তাই মোদিই শীর্ষে৷ নেটদুনিয়ায় এই মুহূর্তে রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এক্স হ্যান্ডলে তাঁর ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১০ কোটি৷ এই পরিস্থিতিতে তাঁকে শুভেচ্ছা জানালেন এক্সের মালিক এলন মাস্ক৷

মাস্ক তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে অনুসৃত বিশ্বনেতার হওয়ার জন্য অভিনন্দন প্রধানমন্ত্রী মোদি৷’ মোদিও মাস্কের পোস্টের জবাব দিয়েছেন৷ তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘এক্স-এ একশো মিলিয়ন! এই মাধ্যমে থাকতে পেরে এবং আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও বহু কিছু করতে পেরে খুশি৷’

এক্সে সবচেয়ে বেশি ফলোয়ার অবশ্য মাস্কেরই৷ তাঁর ফলোয়ার ১৯ কোটি৷  এরপর রয়েছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তার ফলোয়ারের সংখ্যা পেরিয়েছে ১৩১ মিলিয়ন৷ অর্থাৎ ১৩ কোটির বেশি৷ কিন্ত্ত এই মুহূর্তে তিনি যেহেতু রাষ্ট্রনেতা নন, তাই সেই তালিকার শীর্ষে মোদিই৷ বিশ্বের রাজনীতিবিদদের তালিকায় এর পরই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর ফলোয়ার ৮ কোটি ৭০ লক্ষের বেশি৷ বাইডেন রয়েছেন এর পরে৷ তাঁর ফলোয়ার ৩ কোটি ৮০ লক্ষ৷ এঁদের পরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও হিলারি ক্লিন্টন৷

সারা বিশ্বের নিরিখে এর পরই নাম বারাক ওবামার৷ এর পর রয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১ কোটি ২০ লক্ষ ফলোয়ার)৷ তাঁর পরই রয়েছে কানাডার গায়ক জাস্টিন বিবার ও বার্বাডোজের রিহানা৷ এদিকে এদেশের বিরোধী নেতাদের মধ্যে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিয়াল, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন শীর্ষে৷