মোদির ছবিতে ১৫ কোটি

নারায়ণ দাস

খবরটি পড়ে যে কোনও ভারতীয় নাগরিক অবাক হবেন৷ ১৫ কোটি টাকা নেহাত কম বলা যাবে না৷ ভারতের মতো ১৫০ কোটি জনসংখ্যার নিরেখে যেখানে গরিবের সংখ্যা রেকর্ড স্পর্শ করেছে, সেখানে এই টাকায় গরিব কল্যাণে অনেক কাজ হতে পারে৷ যেখানে অর্থই মূল সমস্যা যার জন্য অনেক জনকল্যাণকর প্রকল্পের কথা ঘোষণা করেও তা কার্যে রূপায়িত করা যাচ্ছে না শুধু অর্থের অভাবে৷ সুতরাং সেই অর্থ কিছুটা মিললেও তা যদি গরিব কল্যাণে ব্যবহার করা না হয় তা অত্যন্ত পরিতাপের বিষয়৷ তা কিছুতেই মেনে নেওয়া যায় না৷

লোকসভা নির্বাচনের প্রস্ত্ততি চলছে৷ কোনও কোনও দল, যেমন বিজেপি ১৯৫ প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে৷ সেই সঙ্গে চলছে প্রার্থীদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি৷ আর সেইসব ওয়াদা যদি সত্যিই পূরণ হয় দেশে আর দারিদ্র্য থাকবে না, সাধারণ মানুষ খেয়েপরে বাঁচতে পারবে৷ এই ভোটে একটি বড় প্রচার হল প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় মানুষের হাতে বিনা পয়সায় যে খাবার তুলে দেওয়ার রেশনের ব্যাগ তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকবে৷ আর এই কাজের জন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে কমপক্ষে ১৫ কোটি টাকা৷ তথ্য জানার অধিকার আইন মোতাবেক এক প্রশ্নের জবাবে এই তথ্য পাওয়া গেছে৷ আর বিষয়টি নিয়ে চলবে রাজনৈতিক বিতর্ক৷ অনেকেই রেশনের থলিতে প্রধানমন্ত্রীর ছবি থাকবে জেনে অবাক৷


তাঁদের প্রশ্ন, যে দেশে সত্তর বছরের বেশি স্বাধীনতা লাভের পরও বেশিরভাগ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, সে দেশে তরুণদের মধ্যে বেকারের হার পড়শি দেশ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটানের চাইতেও বেশি, সেই দেশে নির্বাচনী প্রচারের জন্য রেশনের ব্যাগের ওপর প্রধানমন্ত্রীর ছবি জ্বলজ্বল করবে এবং তার জন্য সরকারি ভাণ্ডার থেকে খরচ হবে ১৫ কোটি টাকা৷ বিষয়টি ভাবতেই অবাক লাগছে৷ অথচ বিশেষ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী বিষয়টি জানেন এবং তা জেনেও তাঁর মুখে কোনও কথা নেই৷ প্রধানমন্ত্রী মিছিলে মিটিংয়ে বড় বড় কথা বলেন, মানুষকে ন্যায়নীতি মেনে চলার পরামর্শ দেন৷ গরিব মানুষের পাশে দাঁড়াতে বলেন, তাঁদের কল্যাণে কাজ করতে বলেন, অথচ তাঁর ছবি রেশনের ব্যাগে ছাপার জন্য যে ১৫ কোটি টাকা খরচ হচ্ছে, তা যে গর্হিত কাজ, সে বিষয়ে তিনি নীরব৷ যেখানে অর্থই দেশের মূল সমস্যা, অর্থের অভাবে অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজ থেমে রয়েছে৷ প্রধানমন্ত্রী সবাইকে সৎপথে চলার উপদেশ দেন, দুর্নীতিকে ঘৃণা করতে বলেন, অর্থের অপব্যবহার বন্ধ করতে বলেন, অথচ রেশনের ব্যাগে তাঁর ছবি ছাপা বাবদ ১৫ কোটি টাকা খরচ হচ্ছে, যা অন্যায় তা নিয়ে তাঁর মুখ দিয়ে কোনও কথা সরছে না৷

প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী৷ তাঁর নির্বাচনী প্রচারের এতই প্রয়োজন যে মানুষকে বিনামূল্যে যে খাবার সামগ্রী দেওয়া হবে, সেই ব্যাগের ওপর তাঁর ছবি থাকবে- খরচ ১৫ কোটি টাকা৷ তথ্যের অধিকার আইন অনুযায়ী প্রশ্ন করে যে উত্তর পাওয়া গেছে তাতে জানা যায়, তাঁর ছবি ছাপতে খরচ ১৫ কোটি টাকা ছাপিয়ে যেতে পারে৷

পনেরো কোটির খবরটি রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিষয়টিকে একটি কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছেন৷ তিনি বলেছেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই টাকা খরচ করেছে লোকসভা ভোটের আগে৷ একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ছবি সহ এই ব্যাগ তৈরি করতে৷ যথাসম্ভব তাড়াতাড়ি যাতে এই ব্যাগ তৈরি হয় তার জন্য সংস্থাটির ওপর চাপ সৃষ্টি করা হয়েছে৷ তথ্যের অধিকার আইন মারফত জানা গেছে, রাজস্থান, সিকিম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ের আঞ্চলিক এফসিআই দফতর রেশনের খাদ্যশস্য দেওয়ার ব্যাগে মোদির ছবি ছাপার বিষয়টি চূড়ান্ত করেছে৷ একটি বিশেষ সূত্রে জানা যায়, ২০২০, ২০২১ ও ২০২২ পর্যন্ত প্রতি বছর ৭৫ কোটি সুবিধাভোগীদের কাছে বিনামূল্যে এই রেশন সামগ্রী পেঁৗছে গেছে৷ তখন অবশ্য রেশনের ব্যাগে প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়নি৷ কিন্ত্ত এবার লোকসভা ভোটের প্রচারের জন্য রেশনের ব্যাগের ওপরও মোদির ছবি থাকবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

জানা যায়, এফসিআইয়ের রাজস্থান আঞ্চলিক অফিস এক কোটি সাত লক্ষ ব্যাগের বরাত দিয়েছে৷ এর প্রতিটিতে ১০ কেজি করে খাদ্যশস্য থাকবে, যা মানুষ পাবে বিনামূল্যে৷ কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, প্রধানমন্ত্রী কোনও সুযোগই যে ছাড়েন না তার প্রমাণ রেশন ব্যাগের ওপর তাঁর ছবি৷ ভোট প্রচারের জন্য এর গুরুত্ব কতখানি সাধারণ মানুষ তা বিচার করবেন৷ খাদ্য ও সরবরাহ সংস্থার এক শীর্ষ আধিকারিক জানান, অতিমারির সময় এই খাদ্যশস্য বিলির কাজ শুরু হয়৷ তখন ব্যাগে ৫০ কেজি খাদ্যশস্য থাকত৷ কিন্ত্ত ব্যাগের ওপর কারোর ছবি থাকত না৷ রেশনের ব্যাগে ছবি ছাপা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, জনগণের টাকা এভাবে খরচ করা ঘোরতর অন্যায়৷ যেখানে অর্থের অভাবে অনেক কল্যাণকর কাজ থমকে রয়েছে৷