• facebook
  • twitter
Monday, 16 September, 2024

১৭০০ কোটি খরচে নয়া ক্যাম্পাস নালান্দায়, উদ্বোধনে মোদি

পাটনা, ১৯ জুন– নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের গর্বের ইতিহাস ও ঐতিহ্য৷ ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে৷ ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গডে় তোলা হয়েছে রাজগীরে৷ বুধবার সেই বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ

পাটনা, ১৯ জুন– নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের গর্বের ইতিহাস ও ঐতিহ্য৷ ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে৷ ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গডে় তোলা হয়েছে রাজগীরে৷ বুধবার সেই বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া৷ এছাড়াও ১৭টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ঐতিহাসিক অনুষ্ঠানে৷
লোকসভা ভোটের প্রচারে চারশো পার করতে না পারলেও সরকার গড়েছে বিজেপি৷ তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন মোদি৷ মঙ্গলবার পিএম কিষাননিধির ১৭তম কিস্তি ২০ হাজার কোটি টাকা বরাদ্দের পর এবার নালন্দা৷ সরকারর গড়ার গুরুত্বপূর্ণ শরিক নীতীশ কুমারের রাজ্য বিহারে পেঁৗছে মোদি বলেন, ‘দেশের তরুণদের শিক্ষার চাহিদা পূরণে অনেক দূর যেতে হবে আমাদের৷’
বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘আজ শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ দিন৷ এদিন সকাল সাডে় দশটা নাগাদ রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন হবে৷ নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয়৷’
রাজগীরের নয়া ক্যাম্পাসে দুটি ব্লকে ৪০টি বড়সড় শ্রেণিকক্ষ রয়েছে৷ যেখানে ১৯০০ জন পড়ুয়ার বসার ব্যবস্থা রয়েছে৷ একেকটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০০ পড়ুয়া একসঙ্গে পঠনপাঠনে অংশ নিতে পারবেন৷ ক্যাম্পাসের হোস্টেলে ৫৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে৷ এছাড়াও শিক্ষাকেন্দ্রের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির জন্য ইন্টারন্যাশানাল সেন্টার, অডিটয়োরিয়ামও রয়েছে৷ অডিটোরিয়ামটিতে ২০০০ আসন রয়েছে৷ পাশপাশি ক্যাম্পাসে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স, ফ্যাকাল্টি ক্লাবও৷