• facebook
  • twitter
Friday, 18 October, 2024

হ্যাটট্রিকের পূর্বাভাস মিলতেই সরকারি কর্মসূচি নিয়ে সাতটি বৈঠক মোদির  

দিল্লি, ২ জুন – বুথ সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী প্রধানমন্ত্রীর কুর্সিতে হ্যাটট্রিকের পথে নরেন্দ্র মোদি। সেই ইঙ্গিত জোরালো হতেই নতুন সরকারের কাজকর্মের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি। সরকারি সূত্রে খবর , রবিবার,  সরকারের আগামী ১০০ দিনের কাজের পরিকল্পনা থেকে শুরু করে তাপপ্রবাহ, জলসঙ্কট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাতটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ২০২৪-এর  লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে।

দিল্লি, ২ জুন – বুথ সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী প্রধানমন্ত্রীর কুর্সিতে হ্যাটট্রিকের পথে নরেন্দ্র মোদি। সেই ইঙ্গিত জোরালো হতেই নতুন সরকারের কাজকর্মের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদি। সরকারি সূত্রে খবর , রবিবার,  সরকারের আগামী ১০০ দিনের কাজের পরিকল্পনা থেকে শুরু করে তাপপ্রবাহ, জলসঙ্কট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাতটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
২০২৪-এর  লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন সংস্থার এক্সিট পোলও প্রকাশ পেয়েছে।  বেশিরভাগ সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিজেপির নেতৃত্বে ফের সরকার গড়তে চলেছে এনডিএ জোট। তৃতীয়বারের জন্যেও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। তার আগেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
 

সরকারি সূত্রে জানানো হয়েছে, রবিবার পরপর সাতটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক হল নতুন সরকারের প্রথম ১০০ দিনের কাজের নীতি নির্ধারণ।  প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের প্রথম ১০০ দিনের কাজ কী কী হবে, তার রোডম্যাপ তৈরি করার নির্দেশ প্রধানমন্ত্রীর দফতর এবং সরকারের শীর্ষ আধিকারিকদের নির্বাচন বিধি ঘোষণার আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই রোডম্যাপ চূড়ান্ত করতেই রবিবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এর পাশাপাশি উত্তর-পূর্বের বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। রেমাল পরবর্তী উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা পর্যালোচনা করতে বৈঠক হয়।তাপপ্রবাহে দেশে মৃত্যুর বিষয়ে আলোচনা হতে পারে।এর জেরে বিদ্যুৎ, কয়লা এবং তীব্র জল সংকট দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কী কী পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন, তা ঠিক করতে বৈঠক করেন  প্রধানমন্ত্রী। এছাড়াও হিট স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত , তা নিয়েও আলোচনা হওয়ার কথা । এছাড়া, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে একটি বৈঠক  হয় ।  

দেশের পরবর্তী সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান কে হবেন, রবিবার  তা নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে ডক্টর পিকে মিশ্র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে অজিত দোভালের পুনর্বহাল নিয়েও আলোচনার সম্ভাবনা ।

জি ৭ বৈঠকের প্রস্তুতি নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি । ফের নির্বাচিত হলে আগামী ১৩ জুন প্রধানমন্ত্রীর জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা। সেই বৈঠকে নয়া দিল্লির অবস্থান কী হবে তার খসড়া নিয়েও আলোচনায় বসেন ।

শনিবার, লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের দিন ভোট পরবর্তী সমীক্ষা প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলি। প্রায় সব সংবাদমাধ্যম এগিয়ে রেখেছে বিজেপিকে। প্রচারেও মোদি দাবি করেছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪০০ পার করবে এনডিএ। ভোট পরবর্তী সমীক্ষার তিনটি ফল তেমনই দাবি করেছে। তবে ১০টি সমীক্ষা ফল জানিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫০-এর বেশি আসন পেলেও ৪০০ আসন পাবে না। ৪ জুন ভোটের ফল। সে দিনই স্পষ্ট হবে বিষয়টি। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যদি ক্ষমতায় আসে, তবে আগামী ১০ জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। জুলাই মাসে বসতে পারে নতুন সরকারের প্রথম সংসদের অধিবেশন। জুলাইতেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে নয়া সরকার। এদিনের বৈঠকে সেসব বিষয়েও আলোচনা হতে পারে। 

এদিকে আগামী ৪ জুন বুথ সমীক্ষার ভবিষ্যদ্বাণী মিলে গেলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদি।