• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

যে কোনও সময় মোদি সরকারের পতন হবে: খাড়গে

দিল্লি, ১৫ জুন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে আবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি । তাঁর দাবি, লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি। তাঁর মন্তব্য, ‘‘ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদিজি জনাদেশ পাননি। এটি একটি সংখ্যালঘু

দিল্লি, ১৫ জুন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে আবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি । তাঁর দাবি, লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি। তাঁর মন্তব্য, ‘‘ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদিজি জনাদেশ পাননি। এটি একটি সংখ্যালঘু সরকার। এই সরকারের যে কোনও সময় পতন হতে পারে।’’ এই মন্তব্যকে কেন্দ্র করে তোপ দেগেছে বিজেপির শরিক দলগুলি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল খাড়গেকে ইউপিএ জমানায় কংগ্রেসের আসনসংখ্যার দিকে ফিরে দেখার কথা বলেছে। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই বলেছেন , ‘শপথ গ্রহণ অনুষ্ঠানের গণতান্ত্রিক রূপ দেখার পরও যদি তাঁর মনে হয় সরকারটা পড়ে যাবে, টিকবে না , তবে বলব উনি মূর্খের স্বর্গে বাস করছেন।’  

শুক্রবার, ১৪ জুন, বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে খাড়গে বলেন, ‘এনডিএ কোনোরকমে সরকার গড়েছে।  সংখ্যালঘু এই সরকারের যেকোন সময়ে পতন ঘটতে পারে। কংগ্রেস সভাপতি সরকার পতনের এই সম্ভাবনার কথা প্রথম বলেন দিল্লিতে, ভোটের ফলাফল ঘোষণার পর ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠকে।  সেদিনের মন্তব্য প্রকাশ্যে না করলেও, শুক্রবারের মন্তব্য করেন প্রকাশ্যে। 

পাশাপাশি খাড়গে এও বলেন, কংগ্রেস স্বতঃপ্রণোদিত হবে মোদি সরকারের পতন ঘটাতে সক্রিয় হবে না বলে বার্তা দিয়েছেন খাড়গে। তিনি বলেন, ‘‘আমরা দেশের মঙ্গল চাই। দেশকে শক্তিশালী করতে আমাদের এক সঙ্গে কাজ করা উচিত। আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস হল , যা  সুষ্ঠুভাবে চলে, তাকে চলতে না দেওয়া। কিন্তু আমরা দেশকে শক্তিশালী করার জন্য সরকারের সঙ্গে সহযোগিতা করব।’’

গত শনিবার লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন, ‘ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।’’ খাড়গের  প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কেন সরকার গড়ল বিজেপি। জবাবে এনডিএর সহযোগী জেডিইউর নেতা নীরজ কুমার শনিবার বলেন, ‘খাড়গেজি বোধহয় ভুলে গিয়েছেন কংগ্রেসের পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিংহ লোকসভা ভোটে কত আসনে জিতে সরকার গড়েছিলেন।’’

উল্লেখ করা যেতে পারে, গত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দিকে রয়েছে ২৯৩ সদস্য। ৫৪৩ সদস্যবিশিষ্ট লোকসভায় বিজেপি জিতেছে ২৪০টিতে। চার শরিক দলের মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির ১৬ সাংসদ, নীতীশ কুমারের ১২, একনাথ শিন্ডে সেনার ৭ এবং চিরাগ পাসোয়ানের জনশক্তি পার্টির (রামবিলাস) ৫ জন সাংসদ রয়েছেন।