• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অগ্নিপথ নিয়ে মোদী সরকারের ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে

কেন্দ্র সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে দেশের শীর্ষ আদালতে। আদালতে আবেদন জানানো হয়েছে সেনা নিয়োগে চুক্তিভিত্তিক এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে।

গোটা দেশ যখন অগ্নিপথ প্রকল্পকে ঘিরে তপ্ত বিরোধিতায় ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার এবিষয়ে দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে দেশের শীর্ষ আদালতে। আদালতে আবেদন জানানো হয়েছে সেনা নিয়োগে চুক্তিভিত্তিক এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে।

কিন্তু এই আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে কেন্দ্রের বক্তব্য শোনা হোক এমনই আবেদন জানানো হয়েছে উচ্চ আদালতে মোদী সরকারের পক্ষ থেকে।

দিল্লির এক আইনজীবী সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অগ্নিপথ প্রকল্প খতিয়ে দেখার জন্য । দেশ জুড়ে হিংসাত্মক প্রতিবাদ দেখা যাচ্ছে অগ্নিপথ প্রকল্পকে ঘিরে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পত্তি সেটাই খতিয়ে দেখতে সিট নামক একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার আর্জি জানানো হয়েছে।

পাশাপাশি,সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করার আবেদন করেছেন মামলাকারী এই প্রকল্পকে খতিয়ে দেখার জন্য।

বিগত কয়েক দিন ধরে বিহার-সহ একাধিক রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলেছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায়। যার জল এবার গড়াল উচ্চ আদালত পর্যন্ত।