দিল্লি, ৪ মে– ভোট বড় বালাই৷ লোকসভা ভোট শেষ হতে এখনও প্রায় এক মাস বাকি৷ আর তার আগেই বিদেশে পেঁয়াজ পাঠানোর উপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিল ভারত সরকার৷ কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের অফিস শনিবার নিধেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে৷ শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে৷
এই সময় কেন পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল? বিরোধীদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্তের পিছনেও আছে ভোটের অঙ্ক৷ ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রে৷ ওই রাজ্যে এখনও বেশিরভাগ আসনে ভোট হয়নি৷ পেঁয়াজে রপ্তানি নিষেধাজ্ঞায় মহারাষ্ট্রের চাষিরা অত্যন্ত অসন্ত্তষ্ট ছিলেন৷ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা খুশি হবেন বলে মনে করা হচ্ছে৷
মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা অত্যন্ত শক্তিশালী৷ তাদের অসন্ত্তষ্ট করে সেখানে ভাল ফল করা কঠিন৷ তার উপর মহারাষ্ট্রে এবার বিরোধী কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মধ্যে আসন বোঝাপড়া ভাল হয়েছে৷ বিজেপি নেতাদের এই দিকটিও বিবেচনায় রাখতে হয়েছে৷ তারা আশা করছেন শেষ দফার ভোট পর্যন্ত পেঁয়াজের দাম তিরিশ-পঁয়ত্রিশ টাকার মধ্যেই থাকবে৷
উল্লেখ্য, মাস ছয়েক আগে জারি হওয়া নিষেধাজ্ঞায় বাংলাদেশ, ভুটান-সহ কয়েকটি দেশে রপ্তানিতে অনুমতি দেওয়া হয়েছিল৷ পুরোপরি রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল শনিবার৷ ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড জানিয়েছে, মাস ছয়েক আগে নিষেধাজ্ঞা জারির সময় বণিক মহল থেকে বলা হয়েছিল, লোকসভা নির্বাচনের সময় দেশে পেঁয়াজের জোগান স্বাভাবিক রাখতেই রপ্তানি বন্ধ করা হয়েছে৷ এখনও চাল রপ্তানির উপর আংশিক নিষেধাজ্ঞা জারি আছে৷ নিষেধাজ্ঞা আছে চিনির উপরও৷