• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেন্দ্রের সহায়তায় ওষুধের ব্যবসা, প্রতি বিক্রিতে কমিশন খোদ মোদি সরকারের কাছ থেকে

দিল্লি, ১৪ মার্চ– ব্যবসা করার কথা ভাবছেন কি? কিন্ত্ত ব্যবসা করা খুব সহজ বিষয় নয় তাও চলছে মাথায়৷ তাহলে জানাই একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া সম্পর্কে৷ যেখানে কেন্দ্র সরকার মোটা অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে৷ বর্তমানে চিকিৎসা খাতে ব্যবসা করতে পারলে দারুণ সুযোগ রয়েছে৷ করোনার সময় থেকেই এই খাতের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে৷ সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র

দিল্লি, ১৪ মার্চ– ব্যবসা করার কথা ভাবছেন কি? কিন্ত্ত ব্যবসা করা খুব সহজ বিষয় নয় তাও চলছে মাথায়৷ তাহলে জানাই একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া সম্পর্কে৷ যেখানে কেন্দ্র সরকার মোটা অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে৷ বর্তমানে চিকিৎসা খাতে ব্যবসা করতে পারলে দারুণ সুযোগ রয়েছে৷ করোনার সময় থেকেই এই খাতের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে৷ সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র সরকার জেনেরিক ওষুধ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র খোলার সুযোগ করে দিচ্ছে৷ যাতে থাকবে সরকারি সহায়তাও৷

এখন সরকার জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ওপর জোর দিচ্ছে৷ সরকার ২০২৪ সালের মার্চের মধ্যে সারা দেশে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধ কেন্দ্রের সংখ্যা ১০ হাজার করার টার্গেট নিয়েছে৷ সাধারণ মানুষের জন্য ওষুধের খরচ কমাতে জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে৷

জন ঔষধি কেন্দ্র খোলার জন্য সরকার ফ্রাঞ্জাইজি দেওয়ার বিষটিকে তিন ভাগে ভাগ করেছে৷ প্রথম বিভাগে, যে কোনও ব্যক্তি, ফার্মাসিস্ট, যে কোনও ডাক্তার জন ঔষধি কেন্দ্র খুলতে পারেন৷ দ্বিতীয় বিভাগে ট্রাস্ট, এনজিও, বেসরকারি হাসপাতাল ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে৷ তৃতীয় বিভাগে, রাজ্য সরকার কর্তৃক মনোনীত সংস্থাগুলি জন ঔষুধি কেন্দ্র খুলতে পারেন৷এর মানে হল কোনও ভারতীয় ব্যক্তি যদি নিজস্ব ভাবে জন ঔষুধি কেন্দ্র খুলতে চায়, তবে তাঁকে ডি ফার্মা বা বি ফার্মা ডিগ্রি থাকতে হবে৷ আবেদন করার সময় প্রমাণ হিসেবে সেই ডিগ্রি জমা দিতে হবে৷

পিএমজেএওয়াই-এর আওতায় এসসি, ও এসটি সার্টিফিকেট থাকা কোনও ব্যক্তি ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা করা হয়৷ জন ঔষধি কেন্দ্র খুলতে হলে প্রথমে জন ঔষধি কেন্দ্রের নামে ওষুধ বিক্রির লাইসেন্স নিতে হবে৷ অফিসিয়াল ওয়েবসাইট https://janaushadhi.gov.in/ থেকে ফর্ম ডাউনলোড করে, সেটিকে সঠিক ভাবে ফিলআপ করে জমা দিতে হবে ফার্মা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বু্যরো-তে৷ সেখান থেকে মঞ্জুরি মিললে তবেই খোলা যাবে জন ঔষধি কেন্দ্র৷ এছাড়াও, নির্দিষ্ট দোকানও চাই৷