• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শীর্ষ আদালতে মনমোহন জমানার প্রশংসা কেন্দ্রের

দিল্লি, ১৭ এপ্রিল– অবশেষে মনমোহন জমানার আর্থিক সংস্কারের ভূয়সী প্রশংসা মোদি সরকারের মুখে৷ দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমলে যে আর্থিক সংস্কার হয়েছিল, সে কথা উল্লেখ করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ শুধু মনমোহন সিং নয়, নরসিমহা রাও-এরও প্রশংসা করেন তিনি৷ উল্লেখ করেন, ওই দুই প্রধানমন্ত্রীর আমলেই আর্থিক সংস্কারে শেষ হয় লাইসেন্স রাজ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমােহন সিং (File Photo: IANS)

দিল্লি, ১৭ এপ্রিল– অবশেষে মনমোহন জমানার আর্থিক সংস্কারের ভূয়সী প্রশংসা মোদি সরকারের মুখে৷ দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমলে যে আর্থিক সংস্কার হয়েছিল, সে কথা উল্লেখ করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ শুধু মনমোহন সিং নয়, নরসিমহা রাও-এরও প্রশংসা করেন তিনি৷ উল্লেখ করেন, ওই দুই প্রধানমন্ত্রীর আমলেই আর্থিক সংস্কারে শেষ হয় লাইসেন্স রাজ৷
মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূডে়র নেতৃত্বাধীন ৯ বিচারপতির বেঞ্চে চলছিল শুনানি৷ সেখানেই তুষার মেহতা উল্লেখ করেন, একাধিক আইনে পরিবর্তন আসায় অর্থনীতিতে বড় প্রভাব পডে়ছিল৷
এদিন শুনানি চলাকালীন ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্টের সমালোচনা করে ৯ বিচারপতির বেঞ্চ৷ এই প্রসঙ্গে তুষার মেহতা বলেন, পরিবর্তন এলেও আইডিআরএ আইনে কেউ কোনও পরিবর্তন আনেনি৷ তিনি আরও বলেন, ‘এই আইনের জন্য শিল্পের ক্ষেত্রে সরকারের একটা নিয়ন্ত্রণ আছে, তবে নিয়ন্ত্রণ মানে এই নয় যে সেই ক্ষেত্রে সরকার কোনও পরিবর্তন করতে পারে৷’
সলিসিটর জেনারেল জানান, এই নিয়ন্ত্রণ রাখা হয়েছে দেশের স্বার্থেই৷ করোনা পরিস্থিতির কথা উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি৷ তাঁর দাবি, এই নিয়ন্ত্রণ ছিল বলেই করোনা পরিস্থিতিতে স্যানিটাইজার তৈরি হওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি৷