• facebook
  • twitter
Friday, 20 September, 2024

মালিয়া-মোদিদের সম্পত্তি ব্যাঙ্কে ফেরাতে পিএমএলএ আইন সংশোধনের পথে মোদি সরকার

দিল্লি, ২০ জুন– মোদি ম্যাজিকে যে আর জনগণকে ভোলানো যাবে না তা তৃতীয় সরকার গড়ার আগেই বুঝেছে বিজেপি৷ আর তাই তৃতীয়বার ক্ষমতায় এসেই এমন কিছু সংস্কারের পথে হাঁটতে চাইছে মোদি সরকার যাতে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠা যায়৷ এই যেমন আর্থিক প্রতারণা সংক্রান্ত আইন পিএমএলএ-তে বড়সড় সংশোদন আনার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ ২০০২

দিল্লি, ২০ জুন– মোদি ম্যাজিকে যে আর জনগণকে ভোলানো যাবে না তা তৃতীয় সরকার গড়ার আগেই বুঝেছে বিজেপি৷ আর তাই তৃতীয়বার ক্ষমতায় এসেই এমন কিছু সংস্কারের পথে হাঁটতে চাইছে মোদি সরকার যাতে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠা যায়৷ এই যেমন আর্থিক প্রতারণা সংক্রান্ত আইন পিএমএলএ-তে বড়সড় সংশোদন আনার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ ২০০২ সালে চালু হওয়া এই আইন সংশোধন করে এবার প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা ব্যাঙ্কের হাতে তুলে দেওয়ার অধিকার দিতে চায় মোদি সরকার৷ তবে একই সঙ্গে একাধিক আর্থিক অপরাধকে পিএমএলএ আইনের আওতা থেকে বের করে দেওয়া হতে পারে৷ সেক্ষেত্রে আর্থিক অপরাধের শাস্তিও লঘু হয়ে যাবে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷
আবার এই আইনের সংশোধনের মাধ্যমে মোদি সরকার বেশ কিছু অপরাধিকে বাঁচিয়ে দেওয়ার পথ কিনা তাও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের৷ এতদিন আর্থিক প্রতারণা আইনে মোট ৪৩ রকমের অপরাধের তদন্ত করত ইডির মতো সংস্থাগুলি৷ এবার সেটা কমে হবে ৩১টি৷ অর্থাৎ বেশ কিছু অপরাধকে আর্থিক অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে৷ সেক্ষেত্রে ওই অপরাধগুলিতে শাস্তির পরিমাণ বাড়বে না কমবে সেটাই দেখার৷
সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনেই কেন্দ্র প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ একটি সংশোধনী আনবে৷ ওই আইনে যোগ করা হবে ‘বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারে’র অনুচ্ছেদ৷ যার ফলে তদন্তকারী সংস্থাগুলি প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরাসরি তুলে দিতে পারবে ব্যাঙ্কগুলির হাতে৷ ব্যাঙ্ক নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সেই সম্পত্তি নিজেদের মতো ব্যবহার করতে পারবে৷ এই আইন পাশ হয়ে গেলে বিজয় মালিয়া, নীরব মোদিদের মতো পলাতক ঋণখেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আইনি জটিলতা কমবে ব্যাঙ্কগুলির৷
এর বাইরেও আর্থিক প্রতারণা আইনে একাধিক বদল আসতে পারে৷ আসলে গত বছর শেষের দিকেই দণ্ড সংহিতা চালু করেছে কেন্দ্র৷ সেই দণ্ড সংহিতার সঙ্গে সামঞ্জস্য রেখে বদল আনা হবে পিএমএলএ আইনেও৷
সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন পিএমএলএ আইনের রূপরেখা তৈরি করা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ অতি দ্রুত এই সংশোধনী আনা হতে পারে৷ সম্ভব হলে বাদল অধিবেশনেই আইনটি পাশ করিয়ে নিতে চায় মোদি সরকার৷