• facebook
  • twitter
Monday, 23 September, 2024

মানুষের ঘরে ‘মোদি মুখ’ ব্যাগেই পেঁৗছতে প্রস্তুত বিজেপি

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি– টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যেন তেন প্রকারে জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙতে চাইছেন নরেন্দ্র মোদি৷ তাই গেরুয়া শিবিরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে৷ এবার মানুষের ঘরে-ঘরে পেঁৗছাতে মোদি সরকারের লক্ষ্য মানুষের অন্ন অর্থাৎ ফুড কর্পোরেশনের চাল-গম৷ এবার ‘ঘর ঘর মোদি’ প্রচারের লক্ষ্যে ফুড কর্পোরেশনের চাল-গমের বস্তাতেও থাকছে

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি– টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যেন তেন প্রকারে জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙতে চাইছেন নরেন্দ্র মোদি৷ তাই গেরুয়া শিবিরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে৷ এবার মানুষের ঘরে-ঘরে পেঁৗছাতে মোদি সরকারের লক্ষ্য মানুষের অন্ন অর্থাৎ ফুড কর্পোরেশনের চাল-গম৷ এবার ‘ঘর ঘর মোদি’ প্রচারের লক্ষ্যে ফুড কর্পোরেশনের চাল-গমের বস্তাতেও থাকছে মোদির মুখ৷ তাই সরকারি খাদ্যশস্যের বস্তাতেও নিজের ছবি ছাপিয়েছেন মোদি৷

সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে৷ তার আগে বিজেপির একমাত্র মুখ মোদিকে প্রচার-বিপণনে ব্যবহার করতে তৎপর হিন্দুত্ববাদীরা৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার খাদ্যশস্যের বস্তায় প্রধানমন্ত্রীর ছবি নিয়েও বিরোধী দলগুলি মুখর হয়েছে৷ গত জানুয়ারি মাসের মাঝামাঝি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ২৬টি আঞ্চলিক অফিসকে এক নির্দেশে জানিয়ে দেয় মোদির মুখের ছবি দেওয়া ব্যাগের বরাত দিতে৷ যাতে অন্ত্যোদয় এবং অন্যান্য যোজনার খাদ্যশস্যের প্যাকেটে মোদির ছবি থাকে৷

কিন্ত্ত, মোদির এই ‘মুখ’ প্রচারে বাধ সেধেছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ডিএমকে-র তামিলনাড়ুতে৷ এম কে স্ট্যালিনের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের রেশন দোকানগুলিতে মোদির ছবি লাগানোর অনুমতি খারিজ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অনুরোধ মতো রেশন দোকান সংলগ্ন জায়গায় মোদির ছবি সাঁটা সেলফি পয়েন্ট তৈরির অনুমতিও বাতিল করে দিয়েছে তামিলনাড়ু৷ মোদির ছবি লাগানো চালের বস্তা বিতরণের প্রস্তাবও আটকে রেখেছেন স্ট্যালিন৷ এই অবস্থায় চাল-গমের বস্তায় মোদীময় প্রচার নিয়ে রাজনৈতিক বিতর্ক উসকে উঠছে৷

তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে, কেবলমাত্র সদ্য জয়ী রাজস্থানেই ১৩.২৯ কোটি টাকার সিন্থেটিক ব্যাগের বরাত দিয়েছে রাজ্য সরকার৷ ১২ টাকার সামান্য বেশি দামের এক কোটি সাত হাজার বস্তার বরাত দেওয়া হয়েছে৷ অন্যদিকে, নাগাল্যান্ড সরকার বস্তাপ্রতি ৯ টাকা ৩০ পয়সায় বরাত দিয়েছে রাজস্থানেরই একটি কোম্পানিকে৷