‘প্রথম দফাতেই জনগণের আশির্বাদে ধন্য এনডিএ’, দাবি মোদির

দিল্লি, ২০ এপ্রিল– সাত দফার লোকসভা নির্বাচনের সবে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ১৯ এপ্রিল, শুক্রবার৷ দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হল সব মিলিয়ে ১০২টি আসনে৷ এখনও বাকি ছয় দফার ভোট৷ কিন্তু এই প্রথম দফতার ভোটের পরই উচ্ছ্বসিত মোদির তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রথম দফায় দারুণ সাড়া৷ যাঁরা আজ ভোট দিলেন সকলকে ধন্যবাদ৷ আজকের ভোট সম্পর্কে দারুণ সাড়া পেয়েছি৷ এটা পরিষ্কার, ভারত এনডিতেই ভোট দিয়েছে রেকর্ড নম্বরে৷’

এদিন মোদির ইঙ্গিত, ‘অবকি বার ৪০০ পার’-এর দিকেই এগোচ্ছে এনডিএ তথা বিজেপি৷ অন্যদিকে, মোদির দাবি নস্যাৎ করে বাংলার তৃণমূল কংগ্রেসের দাবি প্রথম দফায় শুধুমাত্র শুক্রবার উত্তরবঙ্গের যে তিন জেলায় ভোট হয়েছে সেই তিনটি কেন্দ্রেই জয়ী হবে ঘাসফুল শিবির৷ এমনকী বিজয় মিছিল বেরনোর কথাও জানা গিয়েছে৷ যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় যা ভোট পডে়ছিল তার তুলনায় এবার প্রথম দফায় ভোট পডে়ছে প্রায় ১০ শতাংশ কম৷
কিন্ত্ত আপাতত ওয়াকিবহাল মহলের ধারণা, ভোটের হার কমের দিকে থাকার অর্থ শাসক দলের বিরুদ্ধে ভোট পড়ার সম্ভাবনাই বেশি৷ অর্থাৎ যে ‘মোদি ঢেউ’-এর কথা বার বার বিজেপিকে বলতে শোনা যাচ্ছে, সত্যিই হয়তো তেমন আলোড়ন নেই৷ যদিও মোদির দাবি এর ঠিক উলটো৷ ৪ জুন ভোটের ফলাফলের দিনই সামনে আসবে প্রকৃত ফলাফল৷ তার আগে গুঞ্জন, নেতানেত্রীদের দাবি-পালটা দাবিতে ক্রমেই চড়বে দেশের রাজনৈতিক পারদ৷